জানি তুমি আসবে,
দু’চোখে তোমার অশ্রু ঝরবে
হৃদয়ে তোমার ভালবাসা জাগবে
আমার জন্য তোমার হৃদয় কাদবে
যেদিন থাকবোনা আমি
থাকবে শুধু তুমি
আর সেদিন ই তুমি আমায় খুজবে।
জানি তুমি আসবে।
জানি তুমি ভালবাসবে !!
Check Also
তোমাকে ভালবাসি – রেদোয়ান মাসুদ
আমি কখনোও বলবোনা তোমাকে ভালবাসি হৃদয় ডাকছে তোমার কাছে আসি শুধু আমার চোখের দিকে একবার ...