Breaking News

ভালোবাসা মানে __ রেদোয়ান মাসুদ

ভালোবাসা মানে নতুন কোন কষ্টে জড়ানো
সুখের আশায় দুঃখের সাগরে ঝাপ দেওয়ানো
উত্তাল ঢেউ এর মধ্যে দু’জন একসাথে সাঁতরানো
একজনের সুখে অন্য জনের ভাগ বসানো
একজনের দুঃখে অন্য জনের কাতর হওয়ানো।।
ভালোবাসা মানে দুঃখের মাঝে সুখের ঘ্রাণ নেওয়ানো
সুখের মাঝে দুঃখকে লুকানো
হাসির মাঝে মধু মাখানো
চোখের জলে বুক ভাসানো
কারো জন্য নির্ঘুম রাত কাটানো।।
ভালোবাসা মানে তুমুল ঝড়ের মাঝে পথ পেরোনো
বৃষ্টির মাঝে শরীর ভিজানো
মেঘের মাঝে মুখ লুকানো
গহীন অরণ্যে রাত কাটানো
দুর্গম পাহাড়ে পা আটকানো।।
ভালোবাসা মানে সুখের আশায় দূর আকাশে তাকানো
শত অপবাদের সাথে নিজেকে জড়ানো
জ্যোৎস্না রাতে ছাদে বসে রাত কাটানো
বিরহের ব্যাথায় বুক ফাটানো
দু’জনের মাঝে দুজনকে হারানো।।

Check Also

মনে থাকবে? – আরণ্যক বসু

পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়বো মনে থাকবে? বুকের মধ্যে মস্তো ...

DMCA.com Protection Status