তুমি ভুলতে বললেই ভুলে যাবো
এ কি করে ভাবো?
ভুল যদি করেই থাকি ভালোবেসে
সে ভুলে ভাসিনা একটু চোখের জলে।
ভাসতে ভাসতে যদি কখনও
পৌছে যাই তোমার বাড়ির ঘাটে;
তখন কি তুমি ফিরিয়ে দিবে?
না’কি ভালোবেসে আবার
গ্রহন করে নিবে তোমার বুকে?
জানি তুমি ভুলে যেতেই বলবে।
কারন তুমি ভুল করেছো ভালোবেসে,
আর সেই ভুলই করে যাবে অবশেষে!
আমি ভুল করিনি ভালোবেসে।
তাই ভালোবেসেই যাবো
কাছে থেকে, দূরে থেকে
অবশেষে মৃত্যুর শয্যা থেকে।
Check Also
হারানো দিনের কথা __ রেদোয়ান মাসুদ
হারানো দিনের কথা এখনও মনে পড়ে কি তোমার? এ হৃদয়ের যত ব্যথা কখনও পীড়া দেয় ...