Home / বাংলা কবিতা (কবিতার বিষয় অনুযায়ী) / বিরহের কবিতা / নীরবেই কাঁদব – রেদোয়ান মাসুদ

নীরবেই কাঁদব – রেদোয়ান মাসুদ

আমি নীরবেই কাঁদব
নীরবেই হাসব,
কখনও বলব না আর
আমার কান্না পাচ্ছে দেখে যাও একবার ।
.
আমি নীরবেই জ্বলব
নীরবেই মরব
কখন বলব না আর
মরার বেলা এই তৃষ্ণার্ত ঠোটে একফোটা জল দাও একবার।
.
আমি নীরবেই সইব
নীরবেই দেখব
কখনও বলব না আর
পোড়া হৃদয়খানি দেখে যাও একবার ।
.
আমি নীরবেই ভালবাসব
নীরবেই হৃদয়ে রাখব
কখনও বলব না আর
কত ভালভালবাসি তোমায় চেয়ে দেখ একবার ।
.
আমি নীরবেই ভাবব
নীরবেই কাছে রাখব
কখনও বলব না আর
একবার কাছে এসে দেখে যাও মুখটি আমার ।
.
আমি নীরবেই অদৃশ্য হব
নীরবেই চলে যাব
কখনও বলব না আর
চির তরে চলে যাচ্ছি বিদায় দাও এবার ।

Check Also

সময়ের ব্যবধান __ রেদোয়ান মাসুদ

সময়ের সাথে মানুষ বদলায় বসন্তে যেমন ডালে ডালে, গাছে গাছে নতুন পাতা গজায় মানুষ বদলে ...

DMCA.com Protection Status