Home / বাংলা কবিতা (কবিতার বিষয় অনুযায়ী) / জন্মদিনের কবিতা / জন্মদিন আসে বারে বারে – রবীন্দ্রনাথ ঠাকুর

জন্মদিন আসে বারে বারে – রবীন্দ্রনাথ ঠাকুর

জন্মদিন আসে বারে বারে
মনে করাবারে–
এ জীবন নিত্যই নূতন
প্রতি প্রাতে আলোকিত
পুলকিত
দিনের মতন।

Check Also

জন্মদিন নিয়ে কয়েকটি ছোট্ট কবিতা

দিন যায় রাত আসে মাস যায় বছর আসে, সবাই থাকে সুদিনের আশায়, আমি থাকি শুধু ...

DMCA.com Protection Status