Home / বাংলা কবিতা (কবিতার বিষয় অনুযায়ী) / কষ্টের কবিতা / আর কত ভালবাসলে ভালবাসলে আমায় – রেদোয়ান মাসুদ

আর কত ভালবাসলে ভালবাসলে আমায় – রেদোয়ান মাসুদ

আর কত ভালবাসলে
ভালবাসবে তুমি আমায়?
আর কত কাঁদলে
গলবে তোমার হৃদয়?
আর কত রাত জাগলে
বুঝবে তুমি আমায়?
আর কত অপেক্ষা করলে
শেষ হবে অপেক্ষা আমার?
আর কত দিন কাটলে
আসবে তুমি কাছে আমার?
আর কত পোড়ায়ে
খাটি করবে আমার হৃদয়?
আর কত সাগরে ভাসলে
দেখা দিবে তুমি আমায়?
আর কত পরীক্ষার পর
শেষ হবে আমাকে জানার?
আর কত ভালবাসলে
ভালবাসবে তুমি আমায়?
আর কত কাঁদলে
গলবে তোমার হৃদয়?

Check Also

সময়ের ব্যবধান __ রেদোয়ান মাসুদ

সময়ের সাথে মানুষ বদলায় বসন্তে যেমন ডালে ডালে, গাছে গাছে নতুন পাতা গজায় মানুষ বদলে ...

DMCA.com Protection Status