Breaking News
Home / বাঙালি তরুণ কবি / রেদোয়ান মাসুদ / আর কত ভালবাসলে ভালবাসলে আমায় – রেদোয়ান মাসুদ

আর কত ভালবাসলে ভালবাসলে আমায় – রেদোয়ান মাসুদ

আর কত ভালবাসলে
ভালবাসবে তুমি আমায়?
আর কত কাঁদলে
গলবে তোমার হৃদয়?
আর কত রাত জাগলে
বুঝবে তুমি আমায়?
আর কত অপেক্ষা করলে
শেষ হবে অপেক্ষা আমার?
আর কত দিন কাটলে
আসবে তুমি কাছে আমার?
আর কত পোড়ায়ে
খাটি করবে আমার হৃদয়?
আর কত সাগরে ভাসলে
দেখা দিবে তুমি আমায়?
আর কত পরীক্ষার পর
শেষ হবে আমাকে জানার?
আর কত ভালবাসলে
ভালবাসবে তুমি আমায়?
আর কত কাঁদলে
গলবে তোমার হৃদয়?

Check Also

হারানো দিনের কথা __ রেদোয়ান মাসুদ

হারানো দিনের কথা এখনও মনে পড়ে কি তোমার? এ হৃদয়ের যত ব্যথা কখনও পীড়া দেয় ...

DMCA.com Protection Status