Home / বাংলা কবিতা (কবিতার বিষয় অনুযায়ী) / বৃষ্টির কবিতা / আজি ঝড়ের রাতে তোমার অভিসার __রবীন্দ্রনাথ ঠাকুর

আজি ঝড়ের রাতে তোমার অভিসার __রবীন্দ্রনাথ ঠাকুর

আজিঝড়ের রাতে তোমার অভিসার,
পরানসখা বন্ধু হে আমার।
আকাশ কাঁদে হতাশ-সম,
নাই যে ঘুম নয়নে মম,
দুয়ার খুলি হে প্রিয়তম,
চাই যে বারে বার।
পরানসখা বন্ধু হে আমার।

বাহিরে কিছু দেখিতে নাহি পাই,
তোমার পথ কোথায় ভাবি তাই।
সুদূর কোন্‌ নদীর পারে,
গহন কোন্‌ অন্ধকারে
হতেছ তুমি পার।
পরানসখা বন্ধু হে আমার।

Check Also

আমার মাথা নত করে দাও হে তোমার __রবীন্দ্রনাথ ঠাকুর

আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে । সকল অহংকার হে আমার ডুবাও ...

DMCA.com Protection Status