Home / বাংলা কবিতা (কবিদের তালিকা অনুযায়ী) / রবীন্দ্রনাথ ঠাকুর / অন্তর মম বিকশিত করো __রবীন্দ্রনাথ ঠাকুর

অন্তর মম বিকশিত করো __রবীন্দ্রনাথ ঠাকুর

অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে।
নির্মল করো, উজ্জ্বল করো,
সুন্দর কর হে।
জাগ্রত করো, উদ্যত করো,
নির্ভয় করো হে।
মঙ্গল করো, নরলস নিঃসংশয় করো হে।
অন্তর মম বিকশিত করো,
অন্তরতর হে।

যুক্ত করো হে সবার সঙ্গে,
মুক্ত করো হে বন্ধ,
সঞ্চার করো সকল মর্মে
শান্ত তোমার ছন্দ।
চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত করো হে,
নন্দিত করো, নন্দিত করো,
নন্দিত করো হে।
অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে।

Check Also

আমার মাথা নত করে দাও হে তোমার __রবীন্দ্রনাথ ঠাকুর

আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে । সকল অহংকার হে আমার ডুবাও ...

DMCA.com Protection Status