দেখিনু সেদিন রেলে, কুলি ব’লে এক বাবু সা’ব তারে ঠেলে দিলে নীচে ফেলে! চোখ ফেটে এল জল, এমনি ক’রে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে দধীচিদের হাড় দিয়ে ঐ বাষ্প-শকট চলে,…
মে দিবসের কবিতা
মে দিবসের কবিতা / শ্রমিক দিবসের কবিতা : মে দিবস বলতে বুঝায় শ্রমিক দিবস। শ্রমিক দিবস ১লা মে পালিত হয় বলে এই দিবসকে বলা হয় মে দিবস। শ্রমিকদের সুখ দুঃখ বা মে দিবসের অনুভূতি নিয়ে যে কবিতা লেখা হয় তাকে মে দিবসের কবিতা বা শ্রমিক দিবসের কবিতা বলা হয়ে থাকে। মে দিবসের কবিতায় ফুটে ওঠে জনম দুঃখি নিপীড়িত, অবেহেলিত শ্রমিকদের দুঃখ, বেদনা, লাঞ্ছনা ইত্যাদি।