Skip to content

বাংলা কবিতা

Bangla kobita, Bengali Poetry, বাংলা কবিতা, kobita, কবিতা, Bengali poems.

Menu
  • Home
  • বিখ্যাত বাঙ্গালী কবি
  • কবিতার বিষয়
  • বাঙালি তরুণ কবি
  • অনুবাদ কবিতা
  • আবৃত্তি
  • PDF Download
  • বাংলা পত্রিকা
  • ৫০+ ছড়া, ছোটদের ছড়া কবিতা, চিরায়িত বাংলা ছড়া
  • Bangla Romantic Love SMS
Menu

৫০+ ছড়া, ছোটদের ছড়া কবিতা, চিরায়িত বাংলা ছড়া

ছড়া কবিতা, ছোটদের ছড়া কবিতা, সেরা বাংলা চিরায়িত ছড়া: ছড়া বাংলা সাহিত্যের একটি প্রাচীন ধারা। অনেকে একে ছোটদের কবিতা বা ছড়া কবিতাও বলে থাকে। মূলত ছড়ার মাধ্যমেই  প্রতিটি বাঙ্গালীর সন্তানেরা সাহিত্যের সাথে পরিচয় হয়। স্বরবৃত্ত এবং ছন্দ-মিলে রচিত আদিমতম বাকশিল্প এবং লোক সাহিত্যের একটি বলিষ্ঠ অধ্যায়। ছড়া বলতে আমরা বুঝি মানুষের মুখে মুখে প্রচলিত বিশেষ কবিতা। ধারণা করা হয় সংস্কৃত ছট্ শব্দের থেকে ছড়া শব্দটি এসেছে। যার অর্থ ছড়িয়ে ছিটিয়ে থাকা। প্রাচীন লোক সাহিত্যের অন্তর্মূলে ছড়ার জন্ম, লালন ও বিকাশ।  ড. নির্মলেন্দু ভৌমিক বলেন ‘ ছড়া হল বঙ্গীয় লোকসাধারণের সর্বপ্রকার প্রকাশভঙ্গির একটি সর্বজন স্বীকৃত চিরাচরিত ভঙ্গি; সেটিকে নারী ও পুরুষ আপন আপন প্রয়োজনে গ্রহণ করেছে। ‘অর্থাৎ ছড়া হলো একেবারে প্রান্তিক মানুষের জীবনের সাথে সম্পৃক্ত এবং তাদের জীবন বোধেরই এক সার্বজনীন প্রকাশভঙ্গী। তাদের জীবনের নানা ঘটনার প্রকাশ ঘটেছে ছড়ার মাধ্যমে।  ড. হরিচরণ বন্দ্যোপাধ্যায় ছড়ার সজ্ঞায়ন করতে গিয়ে বলেন ‘ কোন বিষয় লইয়া রচিত গ্রাম্য কবিতা, সংস্কৃত ছটা, প্রাকৃত ছড়া।’ অর্থাৎ সমাজ জীবনের যে কোনো বিষয় তথা ঘটনাবলি যখন কবিতা আকারে প্রকাশিত হয় কিংবা জনসাধারণের মনের ভাব যখন কবিতা আকারে প্রকাশিত হয় তাই ছড়া। তিনি তার সজ্ঞায়ে ছড়ার উৎপত্তি সংক্রান্ত বিষয়েও আলোকপাত করছেন। তার মতে সংস্কৃত ছটা শব্দটি থেকে বাংলা ছড়ার উৎপত্তি।  বিখ্যাত ভাষা তাত্ত্বিক ও সাহিত্য বিশারদ সুকুমার সেন ছড়া সম্পর্কে বলতে গিয়ে বলেন লোক সাহিত্যের যে শাখাটি অন্তঃপুরের আঙিনায় স্নিগ্ধ ছায়া বিস্তার করেছে তা ঘুমপাড়ানি ও ছেলে ভোলানো ছড়া। সুকুমার সেনের এই বক্তব্যে আমরা ছড়ার প্রকারভেদ সম্পর্কেও ধারণা পাই। তার মতে ছড়া মুলত দুই ধরনের হতে পারে। ১. ঘুমপাড়ানি ছড়া।  ২. ছেলে ভুলানো ছড়া। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছড়া কবিতা’র ধারণা দিতে গিয়ে বলেছেন ” গাম্ভীর্য নয়, অর্থের মারপ্যাঁচ নয়, সুরময় ধ্বনিই ছড়ার প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বক্তব্য থেকে দুটি বিষয় স্পষ্ট হয়: প্রথমত ছড়া হবে সহজ ও সাবলীল ভাষায় রচিত সুরময় সাহিত্যকর্ম। দ্বিতীয়ত ছড়ার কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে।  

ছোটদের ছড়া কবিতা: 

নন্দলাল – দ্বিজেন্দ্রলাল রায় হাট্টিমাটিম টিম – রোকনুজ্জামান খান
খোকন খোকন ডাক পাড়ি – রোকনুজ্জামান খান এমন যদি হতো – সুকুমার বড়ুয়া
গ্রাম – রেদোয়ান মাসুদ মেঘনায় ঢল – হুমায়ুন কবির
পারিব না – কালীপ্রসন্ন ঘোষ কানা বগীর ছা – খান মুহাম্মদ মইনুদ্দীন
স্বাধীনতার সুখ – রজনীকান্ত সেন সবার আমি ছাত্র – সুনির্মল বসু
শিক্ষাগুরুর মর্যাদা – কাজী কাদের নেওয়াজ আদর্শ ছেলে -কুসুমকুমারী দাশ
বাংলা ভাষা – অতুলপ্রসাদ সেন পড়ালেখা করে যেই – মদনমোহন তর্কালঙ্কার
পথিক – রেদোয়ান মাসুদ পাখি সব করে রব রাতি পোহাইল – মদনমোহন তর্কালঙ্কার
আমাদের গ্রাম – বন্দে আলী মিঞা বৃষ্টির ছড়া – ফররুখ আহমদ
ঝুমকো জবা – ফররুখ আহমদ মনুষ্যত্ব – কুসুমকুমারী দাশ
আদর্শ ছেলে – কুসুমকুমারী দাশ জোনাকিরা – আহসান হাবীব
ইচ্ছা – আহসান হাবীব হাসি – রোকনুজ্জামান খান
কাজলা দিদি – যতীন্দ্রমোহন বাগচী কাজের লোক – নবকৃষ্ণ ভট্টাচার্য
ট্রেন – শামসুর রাহমান আমাদের ছোট নদী – রবীন্দ্রনাথ ঠাকুর
প্রভাতী – কাজী নজরুল ইসলাম লিচু চোর – কাজী নজরুল ইসলাম
মামার বাড়ি – জসীম উদ্‌দীন রাখাল ছেলে – জসীম উদ্‌দীন
হনহন পনপন – সুকুমার রায় আবোল তাবোল – ১ __সুকুমার রায়
আবোল তাবোল – ২ __সুকুমার রায় আবোল তাবোল – ৩ __সুকুমার রায়
সৎপাত্র – সুকুমার রায় খেলা – রেদোয়ান মাসুদ
বাক বাক্‌ কুম পায়রা – রোকনুজ্জামান খান ইতল বিতল – সুফিয়া কামাল
হেমন্ত – সুফিয়া কামাল কাকাতুয়া – যোগীন্দ্রনাথ সরকার
তোতা পাখি – যোগীন্দ্রনাথ সরকার

ছড়ার বৈশিষ্ট্য সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা পাওয়া যায় ড. ওয়াকিল আহমেদের আলোচনায়। ড. ওয়াকিল আহমদের মতে নিজস্ব বৈশিষ্ট্য গুলো হল: ১. ছড়া- মূলত আবেগ অনুভূতিজাত বুদ্ধিপ্রসূত নয়। ২. ছড়া চর্চায় সব বয়সের নর-নারীর অংশগ্রহণ করে। ৩. ছড়ায় বিষয় বৈচিত্র্য আছে লঘুগুরু সব ধরনের বিষয় এবং হাস্য-নি ব্যঙ্গ করুণ-শান্ত নানা ধরনের রস নিয়ে ছড়া হয়। ৪. ছড়ার নিজস্ব ছন্দ আছে যা ‘ছড়ার ছন্দ’ বা ‘স্বরবৃত্ত ছন্দ’ নামে পরিচিত। ৫. ছড়া আবৃত্তি সুখকর। ৬. ছড়ার ভাষা ও প্রকাশভঙ্গি সহজ-সরল প্রত্যক্ষ; কৃচিৎ হেঁয়ালির ভাষা ব্যবহৃত হয়। ৭. ছড়া চিত্রবহুল ও ধ্বনি স্পন্দিত বলে স্মৃতিতে ধরে রাখা সহজ হয়। ৮. ছড়া চিত্তবিনােদনের নির্মল মাধ্যম; কোনো কোনো ছড়ায় গ্রাম্যতা থাকলেও অশ্লীলতা নেই। ৯. ছড়ার মধ্যে ‘চিরত্ব’ আছে। পৃথিবীর সব দেশে সব সমাজে ছড়া আছে; এই সর্বজনীনতার ও সর্বকালীনতার গুণে ছড়া পুরাতন হয়েও চির নতুন। ১০. ছড়া জীবন্ত ও আন্তর্জাতিক। ছড়ার জন্ম ও বিকাশের ইতিহাস প্রায় দেড় হাজার বছরের পুরনো। বলা যায় বাংলা সাহিত্যের আদি সৃষ্টি স্বরবৃত্ত ছন্দে লেখা এসব ছড়া। সে সময় সাহিত্য চর্চা হতো মুখে মুখে এবং ছড়া কবিতা-ই ছিলো সাহিত্যের প্রথম শাখা। সেই সময় থেকে অদ্যাবধি বিভিন্ন ছড়া টিকে আছে লোকমুখে। লৌকিক ছড়াকে প্রথম গ্রন্থ রুপদেন যোগীন্দ্রনাথ সরকার। খুকুমণির ছড়া নামে ১৮৯৯ খ্রিস্টাব্দে তিনি একটি গ্রন্থ প্রকাশ করেন এবং এই গ্রন্থটির ভুমিকা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীই প্রথম ছড়াতে সাহিত্যের একটি অন্যতম শাখা হিসেবে স্বীকৃতি দেন। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পাদিত কাব্যগ্রন্থে সুকুমার রায়ের ছড়াকে সংকলনের মাধ্যমে সাহিত্যের শাখা হিসেবে ছড়াকে আরো শক্তিশালী করেন। এসময় কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত, জসিমউদদীন প্রমুখ ছড়া রচনা করে বাংলা সাহিত্যে ছড়াকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। লৌকিক জীবনযাত্রার ইতিকথা নিহিত রয়েছে এই সব ছড়ার মাঝেই। বলা হয়ে থাকে ইতিহাস শুধু রাজা রানীদের কথা বলে কিন্তু এই ছড়াগুলি বলে সাধারণ মানুষের কথা। তাই বাংলার লোকসমাজ জানতে গেলে তার উপাদান হিসেবে অবশ্য পাঠ্য বিষয় হয়ে দাড়ায় ছড়া। এ কারণে ছড়ার সংগ্রহ এবং সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ কাজ।

  • গল্প (প্রেম ভালোবাসার ছোট গল্প)
  • পিডিএফ বই ডাউনলোড
  • অনুবাদ কবিতা
  • আবৃত্তি
  • অতুলপ্রসাদ সেন
  • অন্নদাশঙ্কর রায়
  • অমিয় চক্রবর্তী
  • অরুণ মিত্র
  • আ. ন. ম. বজলুর রশীদ
  • আনিসুল হক
  • আবদুল গাফফার চৌধুরী
  • আবদুল হাকিম
  • আবু জাফর ওবায়দুল্লাহ
  • আবুল হাসান
  • আবুল হোসেন
  • আরণ্যক বসু
  • আল মাহমুদ
  • আলাউদ্দিন আল আজাদ
  • আলাওল
  • আসাদ চৌধুরী
  • আহসান হাবীব
  • ইসমাইল হোসেন সিরাজী
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • কাজী কাদের নেওয়াজ
  • কাজী নজরুল ইসলাম
  • কামিনী রায়
  • কায়কোবাদ
  • কালীপ্রসন্ন ঘোষ
  • কুসুম কুমারী দাশ
  • খান মুহম্মদ মঈনুদ্দিন
  • গগন হরকরা
  • গোবিন্দচন্দ্র দাস
  • অনুপ্রেরণামূলক কবিতা
  • ইসলামিক কবিতা
  • উপদেশমূলক কবিতা
  • একুশের কবিতা
  • কষ্টের কবিতা
  • ছোটদের ছড়া কবিতা
  • জন্মদিনের কবিতা
  • দুঃখের কবিতা
  • দেশের কবিতা
  • নারীকে নিয়ে কবিতা
  • নীতি কবিতা
  • পহেলা ফাল্গুনের কবিতা
  • প্রকৃতির কবিতা
  • প্রেমের কবিতা
  • বসন্তের কবিতা
  • বিদ্রোহী কবিতা
  • বিরহের কবিতা
  • বৃষ্টির কবিতা
  • গোলাম মোস্তফা
  • চণ্ডীদাস
  • চন্দ্রাবতী
  • জয় গোস্বামী
  • জসীম উদ্‌দীন
  • জীবনানন্দ দাশ
  • তসলিমা নাসরিন
  • তারাপদ রায়
  • দেবব্রত সিংহ
  • নবকৃষ্ণ ভট্টাচার্য
  • নবারুণ ভট্টাচার্য
  • নির্মলেন্দু গুণ
  • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
  • পূর্ণেন্দু পত্রী
  • প্রেমেন্দ্র মিত্র
  • ফররুখ আহমদ
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • বন্দে আলী মিঞা
  • বিনয় মজুমদার
  • বিষ্ণু দে
  • বুদ্ধদেব বসু
  • ছোট গল্প
  • নাজিম হিকমত
  • পাবলো নেরুদা
  • বৈশাখের কবিতা
  • ভালোবাসার কবিতা
  • মাকে নিয়ে কবিতা
  • মুক্তিযুদ্ধের কবিতা
  • মে দিবসের কবিতা
  • যুদ্ধের কবিতা
  • রম্য কবিতা
  • রাজনৈতিক কবিতা
  • রূপক কবিতা
  • রোমান্টিক কবিতা
  • শীতের কবিতা
  • শুভ নববর্ষের কবিতা
  • ভবানীপ্রসাদ মজুমদার
  • ভাস্কর চক্রবর্তী
  • মদনমোহন তর্কালঙ্কার
  • মল্লিকা সেনগুপ্ত
  • মহাদেব সাহা
  • মাইকেল মধুসূদন দত্ত
  • মাহবুবুল আলম চৌধুরী
  • মুকুন্দরাম চক্রবর্তী , কবিকঙ্কণ
  • মুহম্মদ জাফর ইকবাল
  • যতীন্দ্রমোহন বাগচী
  • যোগীন্দ্রনাথ সরকার
  • রজনীকান্ত সেন
  • রফিক আজাদ
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • রাজিয়া খাতুন চৌধুরাণী
  • রামনিধি গুপ্ত (নিধু বাবু)
  • রুদ্র গোস্বামী
  • রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
  • রোকনুজ্জামান খান
  • লালন ফকির
  • শক্তি চট্টোপাধ্যায়
  • শঙ্খ ঘোষ
  • শহীদ কাদরী
  • শামসুর রাহমান
  • শাহ মুহম্মদ সগীর
  • শিবরাম চক্রবর্তী
  • শুভ দাশগুপ্ত
  • শেখ ফজলল করীম
  • শ্রীজাত
  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • সলিল চৌধুরী
  • ভালোবাসার গল্প
  • মোশতাক আহমেদ
  • রেদোয়ান মাসুদ
  • শেখ সাদী
  • সিকান্দার আবু জাফর
  • সুকান্ত ভট্টাচার্য
  • সুকুমার বড়ুয়া
  • সুকুমার রায়
  • সুনির্মল বসু
  • সুনীল গঙ্গোপাধ্যায়
  • সুফিয়া কামাল
  • সুবোধ সরকার
  • সুভাষ মুখোপাধ্যায়
  • সৈয়দ শামসুল হক
  • হাসন রাজা
  • হুমায়ুন আজাদ
  • হুমায়ুন কবির
  • হুমায়ূন আহমেদ
  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • হেলাল হাফিজ
  • স্বাধীনতার কবিতা
©2025 বাংলা কবিতা | Design: Newspaperly WordPress Theme