এই যে খোকা করছো তুমি কতো রকম খেলা
সূর্য ডুবছে সন্ধ্যা হচ্ছে চলে যাচ্ছে বেলা
চেয়ে দ্যাখো দূর আকাশে উঠছে কত তারা
মায়ের কথা ভুলে গেছ খুঁজছে পুরো পাড়া।
দুই চোখেতে জলের রাশি পায় না তোমার খোঁজ
এভাবে আর কত ফেলবে তার চোখের জল রোজ।
মাকে যদি হারাও তুমি পাবে না আর খুঁজে
বুঝবে সেদিন যেদিন মায়ের চক্ষু যাবে বুজে।