জননী গো জন্মভূমি তোমারি পবন দিতেছে জীবন মোরে নিশ্বাসে নিশ্বাসে! সুন্দর শশাঙ্কমুখ, উজ্জ্বল তপন, হেরেছি প্রথমে আমি তোমারি আকাশে। ত্যাজিয়ে মায়ের কোল, তোমারি কোলেতে শিখিয়াছি ধূলি‐খেলা, তোমারি ধূলিতে। তোমারি শ্যামল ক্ষেত্র অন্ন করি দান শৈশবের দেহ মোর করেছে বর্ধিত। তোমারি তড়াগ মোর রাখিয়াছে প্রাণ, দিয়ে বারি, জননীর স্তন্যের সহিত। জননীর ...
Read More »ভাওয়াল __গোবিন্দচন্দ্র দাস
ভাওয়াল আমার অস্থিমজ্জা ভাওয়াল আমার প্রাণ! তাহার শ্যামল বন, মরকত-নিকেতন, চরে কত পশুপাখী নিশি দিনমান, মহিষ ভল্লুক বাঘ, প্রজ্জ্বলিত হিংসারাগ কঙ্করে নখর শৃঙ্গ ক্ষুরে দেয় শাণ। তার সে পিকের ডাকে, জোস্না জমিয়া থাকে, যামিনী মূরছা যায় শ্যামা ধরে তান! খঞ্জন খঞ্জনী নাচে, বনদেবতার কাছে, পাপিয়া দোয়েল করে মধুমাখা গান।
Read More »