স্বপ্নে মরা ময়ূর, তার গায়ে চাঁদের আলো কার্নিশের ফণীমনসা ছাদের কোণে ঘর কাঁটায় বেঁধা কতকালের শুকোনো সব পাখি ওদের গলায় ফিসফিসোয় বাতাস, ডাক, স্বর মরা ময়ূর দাঁড়িয়ে–গায়ে ফুটফুট জোনাকি শিকল গেঁথে ঝোলানো…
জয় গোস্বামী
জয় গোস্বামী ( Joy Goswami ) ভারতের পশ্চিমবঙ্গের একজন আধুনিক বাঙ্গালী কবি। জীবনানন্দ পরবর্তী সময়ে তাকে অন্যতম জনপ্রিয় কবি হিসেবে অভিহিত করা হয়ে থাকে। জয় গোস্বামী ১৯৫৪ সালের ১০ নভেম্বর পশ্চিমঙ্গের নদীয়র রানাঘাটে জন্মগ্রহণ করেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার। তার বিখ্যাত কবিতা (Poem) পাগলী, তোমার সঙ্গে, মালতীবালা বালিকা বিদ্যালয়, মেঘবালিকার জন্য রূপকথা ইত্যাদি। বর্তমানে তিনি কলকাতায় বাস করছেন।