ওরা চল্লিশজন কিংবা আরো বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে—রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায় ভাষার জন্য, মাতৃভাষার জন্য—বাংলার জন্য। যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য আলাওলের ঐতিহ্য কায়কোবাদ, রবীন্দ্রনাথ…
মাহবুবুল আলম চৌধুরী
মাহবুবুল আলম চৌধুরী ( Mahbub Ul Alam Choudhury) : মাহবুবুল আলম চৌধুরী বাংলাদেশের একজন প্রখ্যাত কবি, সাংবাদিক ও ভাষা সৈনিক। তিনি ১৯২৭ সালের ৭ই নভেম্বর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন। ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় অগ্রণী ভুমিকা পালন করেন। “কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি” মাহবুবুল আলম চৌধুরীর রচিত বিখ্যাত কবিতা। যেটি একুশের প্রথম কবিতা (Poem) হিসেবে পরিচিত। আর এই কবিতার (Kobita) মধ্যমেই মাহবুবুল আলম চৌধুরী আমাদের মাঝে অমর হয়ে আছেন। কবি মাহবুবুল আলম চৌধুরী ২০০৭ সালের ২৩ ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।