প্রথমে প্রণাম করি এক করতার। যেই প্রভুর জীবদানে স্থাপিলা সংসার।। দ্বিতীয়ে প্রণাম কঁরো মাও বাপ পাত্র। যান দয়া হন্তে জন্ম হৈল বসুধায়।। পিঁপড়ার ভয়ে মাও না থুইলা মাটিতে। কোল দিয়া বুক দিয়া…
শাহ মুহম্মদ সগীর
শাহ মুহম্মদ সগীর (Shah Muhammad Sagir) ১৪শ-১৫শ শতকের অন্যতম বিখ্যাত কবি। বাংলা সাহিত্যে মুসলিম কবিতের মধ্যে তিনি সবচেয়ে প্রাচীন। ইতিহাসবিদদের মতে তার আবাসস্থল ছিল চট্টগ্রামে। ইউসুফ-জুলেখা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। যা তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে (১৩৮৯-১৪১১) রচনা করেন। ইউসুফ-জোলেখা মধ্যযুগের পুঁথি লেখকদের রচিত বাংলা সাহিত্যের একটি প্রণয়-কাব্য। বাংলা ভাষায় আরবি-ফারসি সাহিত্যের বিষয় প্রথম সংযোজন করেন মুহম্মদ সগীর।