আলজিভেরই অপারেশন কালকে হবে খুকুর। খুকু যাবে হাসপাতালে। আজকে সারা দুপুর বোঝায় তাকে মা যে, “মোটেই একটুও ভয় নেই ! লাগে নাকো কোথাও কিছু। দেখতে না দেখতেই হয়ে যায় সে অপারেশন। যায়…
শিবরাম চক্রবর্তী
শিবরাম চক্রবর্তী (Shibram Chakraborty) বাংলা সাহিত্যের একজন বিখ্যাত রম্যলেখক। তিনি ১৯০৩ সালের ১৩ ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। শিবরাম চক্রবর্তী কবিতা দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করলেও কবিতা, উপন্যাস, গল্প ও নাটক সব ক্ষেত্রেই ছিল তার সমান পদচারনা। তিনি ১৯৮০ সালের ২৮ আগস্ট কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।