এমন যদি হতো ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে খেয়াল মতো নানান ফুলের সুবাস নিতাম কতো । এমন হতো যদি পাখি হয়ে পেরিয়ে যেতাম…
সুকুমার বড়ুয়া
সুকুমার বড়ুয়া (Sukumar Barua) : সুকুমার বড়ুয়া হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত ছড়াকার। তিনি ১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। সুকুমার বড়ুয়া ২০১৭ সালে একুশে পদক লাভ করেন। এমন যদি হতো সুকুমার বড়ুয়ার বিখ্যাত ছড়া।