শোন্ মা আমিনা, রেখে দে রে কাজ ত্বরা করে মাঠে চল, এল মেঘনায় জোয়ারের বেলা এখনি নামিবে ঢল। নদীর কিনার ঘন ঘাসে ভরা মাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা করিস না দেরি–আসিয়া…
হুমায়ুন কবির
হুমায়ুন কবির (Humayun Kabir) একজন বাঙালি লেখক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও দার্শনিক। একজন কবি, ছড়াকার ও ঔপন্যাসিক হিসেবেও তার খ্যাতি কম ছিল না। মেঘনার ঢল হুমায়ুন কবির এর বিখ্যাত কবিতা (Poem)।