Bangla Love Sms is called Bengali Romantic Love Sms. Also we can say it as love sms bangla. Bangla Love Sms send to Girlfriend or Boyfriend. By getting Love Sms ( ভালোবাসার এস এম এস ) from dearest one receiver be more happy . Love sms Bangla has romantic text and emotion. So it push the man’s mind to me more romantic. Bangla Love Sms helps couple to be more nearest. If you love someone but be embarrassed to say that you love him, you can send Bangla Love Sms. Also to maintain strong relationship everyday you have to need impressed him. So to do this you can send your Bengali Love Sms. You can shara Love Sms Bangla to facebook, what sap, Instagram or any other social media in the world.
.
“ঐ যে দেখো নদীর ধারে
উড়ছে কত পাখি
তোমায় কত ভালোবাসি”।
জানে আমার আঁখি”।
.
Do not touch the water, I will give you rain,
Don’t take flowers, I’ll give you a garden.
Don’t look for star , I’ll give you the moon,
Don’t worry, I’ll give you a affection,
Don’t be pain, I’ll give you love.
.
প্রকৃতির কাছে নেই কো ক্ষমা
কাঁদাবে কোনো একদিন
কাউকে কাঁদিয়ে যতই হাসো না কেন
আপন হাতে বাজবে তার প্রতিশোধের বীন।
-রেদোয়ান মাসুদ
Love is like a river,
A never ending stream.
Love is shared by each other
To answer someone’s dream.
তোমায় আকাশ দেবো, দেবো বেলির মালা
তুমি শুধু মনে রেখো আমায় সারাবেলা।
চোখের কান্না মুছে দেবো, দেবো তোমায় হাসি
তাইতো আমি বন্ধু তোমায় এতো ভালবাসি।
.
ভুলে থাকা যায় সুন্দর পৃথিবী
ভুলে থাকা যায় জোছনা রাতের আলো
ভুলে থাকা যায় নদীর কলরব
ভুলে থাকা যায় না শুধু তোমার চুলের কালো।
-রেদোয়ান মাসুদ
“চোখের কি দোষ বল”
“দেখতে চায় তোমাকে”
“দৃষ্টির কি দোষ বল”
“ভাল লাগে তোমাকে”
“প্রভুর কি দোষ বল”
“বানিয়েছে তোমাকে”
“মনের কি দোষ বল”
“মন চায় তোমাকে”
“হৃদয়ের কি দোষ বল”
“সুন্দর লাগে তোমাকে”
“আমার কি দোষ বল”
“ভালবাসি তোমাকে”
.
A million stars up in the sky.
One shines brighter – I can’t deny.
A love so precious, a love so true,
a love that comes from me to you.
ভালো যাদি বাসো
কাছে চলে আসো
হাতটি ধরে দাও টান
তুমি আমার পরানের পরান।
.
তুমি চাও সাগর
আমি চাই নদী
চলো এক মোহনায় ভিড়ি
ভালোবাসো যদি।
-রেদোয়ান মাসুদ
.
প্রেম মানে হৃদয়ের টান
প্রেম মানে একটু অভিমান
দুটি পাখির একটি নীড়
একটি নদীর দুটি তীর
দুটি মনের একটি আশা
তারই নাম ভালোবাসা।
.
“আকাশে আছে লক্ষ তাঁরা
নদীতে আছে জল
তোমার কথা পড়লে মনে
চোখ করে টলমল”।
.
পকেট ভর্তি রাখো যদি থোকা থোকা ফুল
ভালোবেসে করবে তুমি জীবনের বড় ভুল
থাকে যদি পকেট ভর্তি কোটি টাকার নোট
জনে জনে করতে চাইবে হৃদয়ের ঐক্যজোট।
-রেদোয়ান মাসুদ
.
“তুমি আমার আমি তোমার
এই কথা সবার জানা
তুমি আমার হৃদয়ের বন্দর
ভাবিনা কিছু তোমায় ছাড়া”।
.
“তুমি আমার মনের মাঝে
করো সারাদিন বাস
আমি তোমার চোখের মাঝে
আঁকি জীবনের সব অভিলাষ”।
.
পর মানুষ আপন হলে
রক্তে মিশে যায়
আপন মানুষ পর হলে
বিষ থেকে বাঁচা দায়।
-রেদোয়ান মাসুদ
The mistake was yours too, but didn’t realize
Anger was mine too but I didn’t show.
I could forget, too,
But didn’t try
Because I did not love to forget.
সবার একটা মানুষ লাগে
লাগে একটু ছায়া
আমার ভিষণ একলা লাগে
হয়না তোমার একটু মায়া।
-রেদোয়ান মাসুদ
.
“চেয়ে দেখো আকাশের দিকে
মেঘ করছে খেলা,
তোমায় দিকে চেয়ে আমার
চলে যাচ্ছে বেলা”।
“এসো তুমি কাছে এসো
দাওগো হৃদয়ে ঠাই
তোমার ছাড়া আমি যেনো
দুনিয়াতে আর নাই”।
.
Why you come in dream but don’t meet me?
I love you why don’t understand
Tell me once ‘I love you’
I’ll bring you happiness to heaven.
.
“শোনো কাজল চোখের মেয়ে,
আমার দিবস কাটে, বিবশ হয়ে,
তোমার চোখে চেয়ে।
.
রাত যেভাবেই আসুক, নীরবতা থাকবেই ।
চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎসনা ছড়াবেই ।
সূর্য যতই মেঘের আড়ালে থাকুক,
পৃথিবীতে আলো আসবে ।
আর নিজেকে যতই লুকিয়ে রাখ না কেনো
ভালোবাসা তোমাকে কাছে টানবেই ।
.
চোখের ও কিছু কথা থাকে,
থাকে কিছু ভাষা,
মনের কথা লুকানো গেলেও
আড়াল করা যায় না চোখের ভাষা।
কখনও তাকিয়ে দ্যাখোনি এই চোখে
কিছু ছিল সেই না বলা কথা।
-রেদোয়ান মাসুদ
My love for you is like the raging sea,
So powerful and deep it will forever be.
Through storm, wind, and heavy rain,
It will withstand every pain.
.
বদলে গেছো তুমি নিজের ইচ্ছায়
বেদলে গেছি আমি অনিচ্ছায়।
আসলে বদলে গেছি দুজনই, দুই কায়দায়
যেমনি করে পৃথিবীর সবকিছু বদলায়।
-রেদোয়ান মাসুদ
.
Man for man,
Birds for sky,
Green for nature,
Mountain for waterfalls,
Love for everyone
But you’re just for me.
.
শীতের চাদর জড়িযে
কুয়াশার মাঝে দাড়িয়ে
হাত দুটি দাও বাড়িয়ে
শিশিরের শীতল স্পর্শে যদি
শিহরিত হয় মন
বুঝে নিও আমি আছি
তোমার পাশে সারাক্ষণ।
.
“আকাশে আছে লক্ষ তাঁরা
নদীতে আছে জল
তোমার কথা পড়লে মনে
চোখ করে টলমল”।
.
একটা তোমার মতো চাঁদের জন্য মেয়ে,
আমি জোছনা সকল হেলায় ভুলে থাকি,
একটা তোমার মতো মনের জন্য মেয়ে,
আমি হৃদয়টাকে যত্নে তুলে রাখি।
.
ভাঙা কাচের দেওয়াল দেখে বলছো তুমি
কত বড় দুঃখ তার
যার মন ভেঙেছে দ্যাখোনি তারে
দু’চোখজুড়ে কত বড় মেঘের ভার।
-রেদোয়ান মাসুদ
.
শীতের চাদর জড়িযে,
কুয়াশার মাঝে দারিয়ে,
হাত দুটো দাও বারিয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি,
শিহরিত হয় মন”
বুঝেনিও আমি আছি
তোমার পাশে সারাক্ষন।
.
As much love as I received from you,
The evil mind wants more,
I don’t know what is in you,
This mind wants to get closer to you.
দেওয়াল জানে বন্দির দুঃখ
চিৎকারে ফেটে হয় চৌচির
বুক জানে মনের যাতনা
বিচ্ছেদে কতটা বিঁধে বিষাক্ত তীর।)
-রেদোয়ান মাসুদ
.
চোখে আছে কাজল কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,
এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
If I were a rubber
I would erase all the pain in your life
If I were a pencil
I would write down the joys of your life in a beautiful way.
.
তুমি হাসলে আমার ঠোঁটে হাসি,
তুমি আসলে জোনাকি রাশি রাশি
রাখি আগলে তোমায় অনুরাগে
বলো কিভাবে বোঝাই ভালোবাসি?
.
তাকেই ভালোবাসো,
যে তোমাকে কষ্ট দেয়।
তাকে কষ্ট দিও না,
যে তোমাকে ভালোবাসে।
কারন পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নও,
কিন্তু কারো কাছে তুমি তার পৃথিবী……!
Bangla Romantic love sms can be sent from your mobile phone. A lot of Banglakosh users are looking for their related Bengali love sms, Bangla Romantic SMS, Short message for their beloved, all kind of Bangla Love sms , Love Sms Bangla or Bengali love sms are here!
ভালোবাসার এস এম এস গুলো ভালো লেগে থাকলে ফেসবুকে শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের জন্য। ভালোবাসার এস এম এস পারে প্রিয়জনের সকল মান অভিমান ভেঙ্গে ভালোবাসা ধরে রাখতে। সুতরাং প্রিয়জনকে ভালোবাসার এস এম এস পাঠান, সব সময় কাছে থাকুন।
You can also read Bangla Sms
You can also read Bangladesh Newspapers at www.bangla-news.com