Bangla Romantic Sms:
তুমি সেই কবিতা ! যা প্রতি দিন ভাবি…. লিখতে পারিনা॥
তুমি সেই ছবি! যা কল্পনা করি…. আঁকতে পারি না॥
তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই…. কিন্তূ তা কখনো-ই পাই না॥
.
তোমার বুকে নীলের আভা তুমিই মেঘবতী।
ইচ্ছে করে তোমায় ছুঁতে আকাশ হতাম যদি।
.
যখন নিঝুম রাতে….. সব কিছু চুপ…..
নিস্প্রাণ নগরিতে…… ঝিঝিরাও ঘুম…..
আমি চাঁদের আলো হয়ে…. …তোমার কালো ঘরে…..
জেগে রই সারা নিশি…….
হুমম…এতোটা…ভালোবাসি……..
.
একটা তোমার মতো চাঁদের জন্য মেয়ে,
আমি জোছনা সকল হেলায় ভুলে থাকি,
একটা তোমার মতো মনের জন্য মেয়ে,
আমি হৃদয়টাকে যত্নে তুলে রাখি।
.
ভালো আছি, ভালো থেকো; আকাশের ঠিকানায় চিঠি লিখো ।
দিও তোমার মালা খানি বাউলের এই মনটারে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ।
.
শোনো, কাজল চোখের মেয়ে
আমার দিবস কাটে, বিবশ হবে
তোমার চোখে চেয়ে।
শীতের চাদর জড়িযে,
কুয়াশার মাঝে দারিয়ে,
হাত দুটো দাও বারিয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি,
শিহরিত হয় মন”
বুঝেনিও আমি আছি
তোমার পাশে সারাক্ষন।
.
আমার চোখে জল আর তোমার ঠোটে হাসি,,
তারপরও আমি তোমাকেই ভালবাসি..!!
.
এসো বন্ধু এসো,
হাতে রাখো তোমার হাত।
এ হাত ধরেই যাকনা কেটে,
লক্ষ্য দিন আর লক্ষ্য রাত।
.
চোখে আছে কাজল কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,
এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
.
মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ,,
ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত.
সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি,,
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি.
.
তোমায় আমি বলতে চাই,
তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই ।
ভালবাসি শুধু তোমায় আমি,
জনম জনম ভালবাসতে চাই।
.
লাগবে যখন খুব একা,
চাঁদ হয়ে দিবো দেখা ..
মনটা যখন থাকবে খারাপ,
স্বপ্নে গিয়ে করবো আলাপ ..
কষ্ট যখন মন আকাশে,
তাঁরা হয়ে জ্বলবো পাশে
.
পৃথিবীর কেউ দেয়না আমাই
তোমার মতো ছায়া,
চলে যাবো ওগো তোমার কাছে
মনটা ভীষন একা ।
.
তোমার মুখের হাসিটুকু লাগে আমার ভালো,
তুমি আমার ভালবাসা বেঁচে থাকার আলো ।
রাজার যেমন রাজ্য আছে আমার আছ তুমি,
তুমি ছাড়া আমার জীবন শূধু মরুভুমি
.
রাত যেভাবেই আসুক, নীরবতা থাকবেই ।
চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎসনা ছড়াবেই ।
সূর্য যতই মেঘের আড়ালে থাকুক, পৃথিবীতে আলো আসবে ।
আর নিজেকে যতই লুকিয়ে রাখ না কেনো ভালোবাসা তোমাকে কাছে টানবেই ।
.
যতো ভালবাসা পেয়েছি, তোমার কাছ থেকে।
দুষ্টু এই মন চায়, আরো বেশি পেতে।
কি জানি, তোমার মধ্যে কি আছে।
কেনো যে এ মন চায়, তোমাকে আরো বেশি করে কাছে পেতে॥