Love Sms
“তুমি আমার আমি তোমার
এই কথা সবার জানা
তুমি আমার হৃদয়ের বন্দর
ভাবিনা কিছু তোমায় ছাড়া”।
2)
“চোখের কি দোষ বল”
“দেখতে চায় তোমাকে”
“দৃষ্টির কি দোষ বল”
“ভাল লাগে তোমাকে”
“প্রভুর কি দোষ বল”
“বানিয়েছে তোমাকে”
“মনের কি দোষ বল”
“মন চায় তোমাকে”
“হৃদয়ের কি দোষ বল”
“সুন্দর লাগে তোমাকে”
“আমার কি দোষ বল”
“ভালবাসি তোমাকে”
3)
“আকাশে আছে লক্ষ তাঁরা
নদীতে আছে জল
তোমার কথা পড়লে মনে
চোখ করে টলমল”।
4)
ভুল তোমার ছিলো তুমি বুঝতে পারোনি,
রাগ আমারও ছিলো কিন্তু আমি দেখায় নি।
ভুলে যেতে আমিও পারতাম,
কিন্তু চেষ্টা করিনি,
কারণ ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি।
5)
“তুমি আমার মনের মাঝে
করো সারাদিন বাস
আমি তোমার চোখের মাঝে
আঁকি জীবনের সব অভিলাষ”।
6)
“শোনো কাজল চোখের মেয়ে,
আমার দিবস কাটে, বিবশ হয়ে,
তোমার চোখে চেয়ে।
07)
“এসো তুমি কাছে এসো
দাওগো হৃদয়ে ঠাই
তোমার ছাড়া আমি যেনো
দুনিয়াতে আর নাই”।
08)
এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব
এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন
মনে থাকবে?
09)
চেয়ে দেখো আকাশের দিকে
মেঘ করছে খেলা,
তোমায় দিকে চেয়ে যেন
মিটে যায় জীবনের সব দেনা”।
10)
রাত যেভাবেই আসুক, নীরবতা থাকবেই ।
চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎসনা ছড়াবেই ।
সূর্য যতই মেঘের আড়ালে থাকুক,
পৃথিবীতে আলো আসবে ।
আর নিজেকে যতই লুকিয়ে রাখ না কেনো
ভালোবাসা তোমাকে কাছে টানবেই ।
11)
“ঐ যে দেখো নদীর ধারে
উড়ছে কত পাখি
চেয়ে দেখো আমার চোখে
তোমায় কত ভালোবাসি”।
12)
“ তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন,
সে জানে তোমারে ভোলা কি কঠিন”।
আরও পড়ুন Bangla Sms