এ লাশ আমরা রাখবো কোথায় ?
তেমন যোগ্য সমাধি কই ?
মৃত্তিকা বলো, পর্বত বলো
অথবা সুনীল-সাগর-জল-
সব কিছু ছেঁদো, তুচ্ছ শুধুই !
তাইতো রাখি না এ লাশ
আজ মাটিতে পাহাড়ে কিম্বা সাগরে,
হৃদয়ে হৃদয়ে দিয়েছি ঠাঁই।
Home / বাংলা কবিতা (কবিদের তালিকা অনুযায়ী) / হুমায়ুন আজাদ / এ লাশ আমরা রাখবো কোথায় __হুমায়ুন আজাদ
Check Also
সব কিছু নষ্টদের অধিকারে যাবে __হুমায়ুন আজাদ
আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে। নষ্টদের দানবমুঠোতে ধরা পড়বে মানবিক সব সংঘ-পরিষদ; চলে ...