Breaking News
Home / বাংলা কবিতা (কবিদের তালিকা অনুযায়ী) / সুনীল গঙ্গোপাধ্যায় / তুমি জেনেছিলে __সুনীল গঙ্গোপাধ্যায়

তুমি জেনেছিলে __সুনীল গঙ্গোপাধ্যায়

তুমি জেনেছিলে মানুষে মানুষে
হাত ছুঁয়ে বলে বন্ধু
তুমি জেনেছিলে মানুষে মানুষে
মুখোমুখি এসে দাঁড়ায়
হাসি বিনিময় করে চলে যায়
উত্তরে দক্ষিণে
তুমি যেই এসে দাঁড়ালে-
কেউ চিনলো না কেউ দেখলে না
সবাই সবার অচেনা!

Check Also

আমাকে জড়িয়ে __সুনীল গঙ্গোপাধ্যায়

হে মৃত্যুর মায়াময় দেশ, হে তৃতীয় যামের অদৃশ্য আলো তোমাদের অসম্পূর্ণতা দেখে, স্মৃতির কুয়াশা দেখে ...

DMCA.com Protection Status