যদি ভালবাসা পাই আবার শুধরে নেব
জীবনের ভুলগুলি
যদি ভালবাসা পাই ব্যাপক দীর্ঘপথে
তুলে নেব ঝোলাঝুলি
যদি ভালবাসা পাই শীতের রাতের শেষে
মখমল দিন পাব
যদি ভালবাসা পাই পাহাড় ডিঙ্গাবো
আর সমুদ্র সাঁতরাবো
যদি ভালবাসা পাই আমার আকাশ হবে
দ্রুত শরতের নীল
যদি ভালবাসা পাই জীবনে আমিও পাব
মধ্য অন্তমিল।
Tags Bangla kobita Bengali Poem বাংলা কবিতা ভালোবাসার কবিতা
Check Also
ভালোবাসি – রেদোয়ান মাসুদ
শুধু একটি বার বলো ভালোবাসি তোমাকে আর কোনদিন ভালোবাসতে হবে না। মরুভূমির তপ্ত বালিতেও পা ...