হিংসার উপরে কালো ঘাস
নীচে হাড়, মাটি জমা খুলি
কারোর জানার কথা নয়
মালসার মতো গোল পৃথিবী মুখের কাছে ধ’রে
ভেতরের হাড় মাটি কয়লা তেল লোহা
ফেলে দিয়ে, ফাঁকা ওই করোটিতে আমি রাত্রিভোর
সশব্দ খাঁকারে রক্ত, দমকে দমকে রক্ত, ফেলি
তলায় আকাশ বয়ে যায়
Bangla kobita, Bengali Poetry, বাংলা কবিতা, kobita, কবিতা, Bengali poems.
হিংসার উপরে কালো ঘাস
নীচে হাড়, মাটি জমা খুলি
কারোর জানার কথা নয়
মালসার মতো গোল পৃথিবী মুখের কাছে ধ’রে
ভেতরের হাড় মাটি কয়লা তেল লোহা
ফেলে দিয়ে, ফাঁকা ওই করোটিতে আমি রাত্রিভোর
সশব্দ খাঁকারে রক্ত, দমকে দমকে রক্ত, ফেলি
তলায় আকাশ বয়ে যায়