Breaking News
Home / বাংলা কবিতা (কবিদের তালিকা অনুযায়ী) / শক্তি চট্টোপাধ্যায় / বাগানে তার ফুল ফুটেছে __শক্তি চট্টোপাধ্যায়

বাগানে তার ফুল ফুটেছে __শক্তি চট্টোপাধ্যায়

ওইখানে ওই বাগানে তার ফুল ফুটেছে কতো
জানতে পারি, ওর মধ্যে কি একটি দেবার মতো?
একটি কিম্বা দুটির ইচ্ছে আসতে আমার কাছে
তাহার পদলেহন করতে সমস্ত ফুল আছে।
সব ফুলই কি গোষ্ঠীগত, সব ফুলই কি চাঁদের
একটি দুটি আমায় চিনুক, বাদবাকি সব তাঁদের
গাছ তো তাঁহার বাগানভর্তি, আমার রোপণ ছায়া–
প্রবীণ তাঁদের ভালোবাসা, আমার বাসতে চাওয়াই।।

Check Also

দিনরাত __শক্তি চট্টোপাধ্যায়

দিনরাত মৃত্যু চলে সন্তান অবধি। দেখা তো হয়েছে ক্রূর যমের সহিত, তাকে বলা গেছে, আমি ...

DMCA.com Protection Status