বার বার নষ্ট হয়ে যাই
প্রভু, তুমি আমাকে পবিত্র
করো, যাতে লোকে খাঁচাটাই
কেনে, প্রভু নষ্ট হয়ে যাই
বার বার নষ্ট হয়ে যাই
একবার আমাকে পবিত্র
করো প্রভু, যদি বাঁচাটাই
মুখ্য, প্রভু, নষ্ট হয়ে যাই!
Home / বাংলা কবিতা (কবিদের তালিকা অনুযায়ী) / শক্তি চট্টোপাধ্যায় / প্রভু, নষ্ট হয়ে যাই __শক্তি চট্টোপাধ্যায়
Check Also
দিনরাত __শক্তি চট্টোপাধ্যায়
দিনরাত মৃত্যু চলে সন্তান অবধি। দেখা তো হয়েছে ক্রূর যমের সহিত, তাকে বলা গেছে, আমি ...