Breaking News

বেআইনি কাজ __মুহম্মদ জাফর ইকবাল

গতরাতে পুলিশ এসে ধরে নিয়ে গেছে মতিকে
ধরতে তো পারেই,খবর পেয়ে গেছো কোনো এক গতিকে।

একটা বেআইনি কাজ করেছে মতি,করেছে সে গোপনে
কেন যে করতে গেল!কে জানে কী ছিল তার মনে।
কাজটা যে বেআইনি সেটা তো গোপন কিছু নয়
মতি কেন করতে গেল,বুকে তার নাই এতোটুকু ভয়?
না জানি কার পাল্লায় পড়েছিল আমাদের বোকা সোকা মতি
এখন তাকে কে বাঁচাবে?কে বলবে,কী হবে তার গতি?

মতির এই সর্বনাশ খবর শুনে সবার মাথায় বাজ
জানত না সে,শূন্য দিয়ে ভাগ দেওয়া বেআইনি কাজ?

Check Also

সেই ছেলে হবে কবে __মুহম্মদ জাফর ইকবাল

আমাদের দেশে সেই ছেলে হবে কবে যারা কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। তর্ক ...

DMCA.com Protection Status