অনেক কথা ছিল বলার
বলা হলো না।
অনেক কথা ছিল জানার
জানা হলো না।
অনেক কষ্ট ছিল মনে
দেখানো গেলো না।
অনেক স্বপ্ন ছিল মনে
সত্যি হলো না।
অনেক কান্না ছিল বুকে
কেউ দেখলো না।
অনেক হাসি ছিল মুখে
হাসা হলো না।
অনেক গান ছিল শোনার
শোনা হলো না।
অনেক গান ছিল গাওয়ার
গাওয়া হলো না।
অনেক জল ছিল চোখে
কেউ মুছে দিলো না।
অনেক বাঁধন ছিল হৃদয়ে
বাঁধা হলো না।
অনেক তৃষ্ণা ছিল ঠোটে
কেউ জল দিল না।
অনেক আগুন ছিল বুকে
কেউ নিভালো না।
অনেক মায়া ছিল মনে
জড়ানো হলো না।
অনেক পথ ছিল বাকি
হাটা হলো না।
অনেক নদী ছিল সামনে
পেরোনো গেল না।
অনেক পাহাড় ছিল উঁচু
ওঠা হলো না।
অনেক সাধ ছিল কাছে থাকার
থাকা হলো না।
অনেক ভালোবাসা ছিল মনে
কেউ বুঝলো না।