এত ভালোবাসা কোথায় রাখি বলো?
সারা দিন তোমার কথা ভেবে মন করে ছলোমলো।
হৃদয়ে তোমার দিতে যদি একটুখানি ঠাই
যত ভালোবাসা সব তোমায় দিয়ে যেতে চাই।
জানি তোমার হৃদয়ে আজ বেধেছে অন্য কেউ বাসা
ভালোবাসা রাখার জায়গা নেই তাই আমাকে দিয়েছো ধোকা।
সাগরের যত জল ঝরে আমার চোখে
জানি তোমার মনে জাগবেনা দয়া আমার কথা ভেবে।
আমি হলাম দিঘীর জলে ভেসে থাকা পদ্মপাতা
ভেসে ভসে জলের সাথে তাই বলি দুঃখের কথা।
চোখের জলে দীঘীর জলে হয়েছি একাকার
প্রতিদিন যে মরে কে আছে তাকে দেখার?
শত ব্যাথার মাঝে ভালোবাসাটুকু রেখেছি ধরে
সুযোগ যদি পেতাম কখনও তোমায় নিতাম আপন করে।
দিন আসে দিন যায় রাত্রিগুলো যেন কাটে না আর
তোমার কথা ভেবে হৃদয়টি ভেঙ্গে করি চুরমার।
এত ভালোবাসা যদি না নাও ফিরিয়ে তবে
কেন দিয়েছিলে ভালোবাসা আমায় শুধু অভিনয় করে।
দিয়েছিলে তখন নিয়েছিলাম হৃদয় ভরে
তোমাকেও দিয়েছিলাম সকল ভালোবাসা উজার করে।
ভালোবাসার বিনিময়ে আজ হৃদয়খানি দিয়েছো রক্তাক্ত করে
ঝর্নার মত করে আজ শুধু চোখ দিয়ে ঝরে।
হৃদয়খানি বুকের মাঝে রয়েছে আবরণে
বের করা গেলে দেখাতাম তোমায় কিভাবে পুড়ে মরে।
যে হৃদয় একবার মরে যায় , দাড়াতে না আর পারে
ধুকে ধুকে কয়লার মত দাউ দাউ করে জ্বলে।
বুঝবে তুমি হৃদয়ের জালা কোন একদিনে
প্রকৃতি তোমায় করবেনা ক্ষমা বুঝবে সেদিনে।