আমি সুখ চাই না
দুঃখগুলো চাই
হাজার দাবীর মাঝে শুধু একটি দাবী
যেন একটুখানি ভালোবাসা পাই।
আমি কান্না চাই না
কাঁদাতেও চাই না
শুধু একবুক জলের মাঝে যেন এক ফোটা
শিশিরের বিন্দু পাই।
আমি ঝর্ণা চাই না
ঝরের বেগে ভালোবাসাও চাই না
শুধু হাজার আঘাতের মাঝে
একটুখানি সহানুভূতি চাই।
আমি হাজার বছর বেঁচে থাকতে চাই না
কারো বোঝা হতেও চাই না
শুধু এতটুকুই চাই, যেন বিদায়ের বেলা
একটুখানি দেখা পাই।
আমি পুড়তেও চাই না
পোড়াতেও চাই না
শুধু ধুসর রোদ্র বেলা তোমার বুকের আড়ালে
একটুখানি ছায়া চাই।
আমি জিততে চাই না
হারতে চাই
শুধু পৃথিবীর সকল হতাশার মাঝে
একটুখানি প্রেরণা চাই।
আমি পূর্ণিমা চাই না
অমাবসস্যা চাই
শুধু অন্ধকার রাত্রির বেলা জোনাকির মত
একটুখানি আলো চাই।
আমি ভালোবাসতে বলছি না
ভালোবাসা দিতেও বলছি না
শুধু একটিবারের জন্য হলেও আগের মত
ভালোবাসার সুযোগ চাই।