কচুপাতা যতই ভিজুকনা কেন, বৃষ্টির জলে
রাখতে পারেনা পানি, ধরে শরীরের উপরে।
কখন যেন বেয়ে পরে মাটির উপরে
নিজেও বুঝতে না পারে।
কিছু কিছু মানুষের জীবন
ঠিক যেন কচুপাতারই মতন।
সুখের দেখা যদি কখনও মিলে
চোখ দিয়ে তা তখনি ঝরে পড়ে।
আসা আর যাওয়ার মাঝে
নেই কোন ব্যবধান।
রেখে যায় বুকের মাঝে কিছু স্মৃতি
আর ভেঙ্গে যায় সকল মায়ার বাঁধন।