কত দিন ধরে দেখিনা তোমায়,
মন তো মানে না শুধু কাদায়।
মাঝে মাঝে চলার পথে থেমে যাই
কি করব বল শুধু কান্না মাখা
মুখটি কোনভাবে হাসিতে লুকাই।
পথে-ঘাটে, বন-জঙ্গলে যেখানেই যাই
মায়া ভরা মুখটি তোমার খুজে বেড়াই।
চোখের সামনে ভেসে থাকা ছবি
যতই ভুলতে যাই ততোই মনে করি।
বল কি করে ভুলে থাকি না দেখে,
তোমার সেই হৃদয়ে আঁকা ছবি।
মনে মনে কতবার তোমাকে ডাকি
ততোবার শুনি শুধু রুদ্ধ প্রতিধ্বনি।
বারে বারে বলে আমায় এসো না তুমি
কিন্তু তোমাকে ছাড়া থাকতে না পারি।
ভুলতে পারিনা দেখেও চাদের হাসি
বল কি করে তোমায় ভুলে থাকি?
তুমি মিশে গেছে এ দেহের প্রতিটি
অস্থি-মজ্জা ও শিরা-উপশিরায়।
হাসিতেও তুমি, কান্নাতেও তুমি
বল কি করে তোমাকে হারাই?
যদি কখনও মনে পড়ে আমায়
ফিরে এসো তুমি শুন্য আঙিনায়,
খুলে রেখেছি মনের দরজা আমার।
হাসি ভরা মুখে করবো বরণ তোমায়
ভাসিয়ে দেবো হৃদয়খানি অশ্রুর বন্যায়।
Check Also
গ্রাম – রেদোয়ান মাসুদ
মন টেকে না ইট পাথরের এই শহরে আর পাইনা শান্তি খুলে রেখেও অট্টালিকার দ্বার সবুজ ...