কতদিন দিন দেখিনা তারে
কতদিন দেখেনা সে আমারে
আমি তারে খুঁজি
নয়তো সে আমারে খুজে।
মাঝখানে একটি দেয়ালে
আবদ্ধ রয়েছে একটি ভালোবাসা
দুই দিকে দু’টি পথ ধরে।
কে কাকে খোজে বড় কথা নয়
কেউ কাউকে দেখিনা এটাই বড় মনে হয়।
জানিনা সে কোথায় আছে,
কোথায় থাকে, কার সাথে থাকে।
শুধু জানি আমি কোথায় আছি
কোথায় থাকি, কোথায় থেমে আছি।
হয়তো সে দুঃখে আছে, নয়তো সুখে
তবুও মনে হয় সুখেই আছে।
নয়তো জানতাম তার চোখের জল
কোন নদী থেকে কোন সাগরে পরে।
শত দুঃখের মাঝে শুধু এতটুকু
আশা জাগিয়ে রেখেছে আমারে।
হয়তো কোনদিন হবে দেখা
নয়তো চলে যাবো একা।
তারপর কোন একদিন ফিরবো এই পৃথিবীতে
ক্ষর শ্রোত পদ্মা নদীর ঘোলাটে জল হয়ে
সেও ফিরবে মেঘনা নদীর স্বচ্ছ জল হয়ে।
পদ্মা মেঘনার মোহনাতে
দেখা হবে দু’জন দুজনেতে
এরপর চলে যাবো গহীন সাগরে
মিশে যাব দুজন দুজনের তরে।