কেন আমি একা একা কাঁদি
তুমি কেন কাঁদো না?
কেন তুমি একা একা হাসো
আমি কেন হাসতে পারি না?
কেন আমি সাগরে ভাসি
তুমি কেন ভাসো না?
কেন তুমি আকাশে উড়ো
আমি কেন উড়তে পারিনা?
কেন গোলাপের কাঁটা আমার হাতে বিঁধে
তোমার হাতে বিঁধে না?
কেন ফুলের সুভাসে সুভাসিত তুমি
আমি কেন সুভাসিত হতে পারি না?
ভালোবাস ছিল যখন
ছিল দু’জনার,
প্রেম জোয়ারে ভাসতাম দু’জন
আমি কেন এখন একাকার?
সুখগুলো কেন শুধু তোমার
দুঃখগুলো আমার?
মিলেছিল দুটি নদী একই মোহনায়
কেন আজ আবার দু দিকে চলে যায়?
চোখের জলে নদীতে আজ এসেছে জোয়ার
শুধু মাঝখানে একটি কষ্টের পাহাড়।