জানি তুমি আসবে,
দু’চোখে তোমার অশ্রু ঝরবে
হৃদয়ে তোমার ভালবাসা জাগবে
আমার জন্য তোমার হৃদয় কাদবে
যেদিন থাকবোনা আমি
থাকবে শুধু তুমি
আর সেদিন ই তুমি আমায় খুজবে।
জানি তুমি আসবে।
জানি তুমি ভালবাসবে !!
Bangla kobita, Bengali Poetry, বাংলা কবিতা, kobita, কবিতা, Bengali poems.
জানি তুমি আসবে,
দু’চোখে তোমার অশ্রু ঝরবে
হৃদয়ে তোমার ভালবাসা জাগবে
আমার জন্য তোমার হৃদয় কাদবে
যেদিন থাকবোনা আমি
থাকবে শুধু তুমি
আর সেদিন ই তুমি আমায় খুজবে।
জানি তুমি আসবে।
জানি তুমি ভালবাসবে !!