অনেক দিন ছিল সময়
তুমি আসলে না।
অনেক দিন ছিলাম অপেক্ষায়
তুমি আসলে না।
অনেকটা পথ এগিয়েছিলাম
তুমি আসলে না।
কোন একদিন আসবে
কোন একদিন আমায় খুঁজবে।
কতোটা ভালোবসে ছিলাম তোমায়
যেদিন তুমি বুঝবে।
হয়তো সেদিন সূর্য পূর্ব আকাশ থেকে
পশ্চিম আকাশে হেলান দিবে,
অন্ধকারে ছেয়ে যাবে পৃথিবী
হারিয়ে যাবো সেই অন্ধকারের সাথে।
সেদিন চোখের জ্বলে ভাসাবে বুক
আশায় থাকবে সকাল হোক।
পরের দিন সকাল হবে
পূর্ব আকাশে সূর্যও উঠবে
কিন্তু ফিরবোনা আমি আর কোনদিন।
বুঝবে সেদিন, বেদনা কি জিনিস
যতোটা আমাকে দিয়েছিলে।