এ জীবন বড় মধুরই ছিল
স্বপ্ন ছিল, আশা ছিল, ভালবাসা ছিল
সাথে মুখে চাঁদের হাসিও ছিল।
এখনও জীবন আছে স্বপ্ন আছে
আকাশে চাঁদও আছে,কিন্তু আশা নেই
কারন এখন আর পাশে তুমি নেই।
Check Also
গ্রাম – রেদোয়ান মাসুদ
মন টেকে না ইট পাথরের এই শহরে আর পাইনা শান্তি খুলে রেখেও অট্টালিকার দ্বার সবুজ ...