এ জীবন বড় মধুরই ছিল
স্বপ্ন ছিল, আশা ছিল, ভালবাসা ছিল
সাথে মুখে চাঁদের হাসিও ছিল।
এখনও জীবন আছে স্বপ্ন আছে
আকাশে চাঁদও আছে,কিন্তু আশা নেই
কারন এখন আর পাশে তুমি নেই।
Check Also
তোমাকে ভালবাসি – রেদোয়ান মাসুদ
আমি কখনোও বলবোনা তোমাকে ভালবাসি হৃদয় ডাকছে তোমার কাছে আসি শুধু আমার চোখের দিকে একবার ...