তোমাকে ভুলতে গিয়ে
সাগরের জল আছড়ে পরে চোখে
পাথরের টুকরো এসে লাগে বুকে
মরুভূমির বালি এসে লাগে গায়ে।
তোমাকে ভুলতে গিয়ে
বজ্রপাত এসে পরে মাথার উপরে
সুনামির তীব্র আঘাত লাগে হৃদয়ে
সাগর তীরের চোড়াবালি আকড়ে ধরে পায়ে
বৃষ্টির শীতল পানি গলায় ঠেকে।
তোমাকে ভুলতে গিয়ে
পথ চলার মাঝে কাটা বিধে পায়ে
তীরন্দাজের তীর এসে লাগে বুকে
মেঘ আচ্ছন্ন করে রাখে আকাশে।
তোমাকে ভুলতে গিয়ে
ভোরের শিশির কনা শুকিয়ে যায় বাতাসে
জোনাকিরা পাখা বন্ধ করে থাকে
বৃষ্টি ঝড়েনা পৃথিবীর বুক।
তোমাকে ভুলতে গিয়ে
কোকিল গান গায় না কুহু কুহু করে
সন্ধ্যা বেলা পাখি ফিরে না তার নীড়ে
রাখাল গরু নিয়ে ফিরে না ঘরে ।
তোমাকে ভুলতে গিয়ে
বসন্ত দেয় না দোলা হৃদয়ে
বাঁশিওয়ালার বাঁশির সুর লাগে না কানে
শিশির স্পর্শ করে না গায়ে।
তোমাকে ভুলতে গিয়ে
বেশি বেশি মনে পড়ে তোমাকে
চলে আস তুমি আরও কাছে
চোখের সামনে শুধু তোমারই স্মৃতি ভাসে।