তোমায় ভালবাসি বলেই তো বেঁচে আছি
সেই কতদিন না দেখার পরেও অপেক্ষায় আছি।
তুমি যেখানেই থাক, আকাশে না হয় বাতাসে
আমিতো তোমাকে সাগরের জলে ভাসিয়ে দেইনি
সাত সাগর তের নদীও পাড়ি দেইনি,
আগে যেখানে ছিলাম, সেখানেই আছি
আর তুমিতো আমার এই হৃদয়েই আছো।
তোমার কি বিশ্বাস হচ্ছে না আমার কথা?
আমার বুকটা চিড়ে দেখো, কিছু কি দেখতে পাচ্ছো
দেহের ভিতরের হৃদযন্ত্রে কার ছবি আঁকা?
আমি নিশ্চিত বলতে পারি,
তুমি সেখানে খুঁজে পাবে তোমারি ছবি,
যে ছবিটি আমি ছাড়া কেউ অনুভব করতে পারে না।
কারন সেই কতদিন হল তোমাকে আগলে রেখেছি
তোমাকে ছাড়া তো আর আমার বেঁচে থাকার কথা নয়
আর সেটা তুমি খুব ভালভাবেই জানো।
এখন বুঝতেইতো পারছো এই যে আমি বেঁচে আছি।
আমি হৃদয় থেকে তোমাকে ডোবায় ফেলে দেইনি
সেই যে তুমি আসলে, যেভাবে এই হৃদয়ে স্থান দিয়েছি
ঠিক তখন থেকে এখন পর্যন্ত সেভাবেই আগলে রেখেছি।
এখনও কি তোমার বুঝতে বাকি আছে কোথায় আছো তুমি?
যেখানেই লুকিয়ে থাকতে চাওনা কেন?
কখনই আমার হৃদয়ের বাইরে থাকতে পারবেনা।
কারন আমি তোমাকে ভালবাসি,
আর ভালবাসি বলেইতো আমি বেঁচে আছি।