দুঃখ আমার জীবন সঙ্গী
দুঃখই আমার সুখ
দুঃখ আমার কাপড়ের ময়লা
দুঃখ আমার হুস
দুঃখ আমার পরশ পাথর
দুঃখ আমার হাসি
দুঃখ আমার জীবনটাকে আজ
করেছে বড্ড খাটি
আমি দুঃখ বিলাসী
তাই দুঃখকে বড় ভালবাসি।।
দুঃখ আমার নিত্য পণ্য
দুঃখ আমার আহার
দুঃখ আমার মনের আয়না
দুঃখ আমার পাহাড়
দুঃখ আমার মনের সুর
দুঃখ আমার বাশি
দুঃখ আমায় করেছে যে আজ
সাত সাগরের মাঝি
আমি দুঃখ বিলাসী
তাই দুঃখকে বড় ভালবাসি।।
দুঃখ আমার মনের সাজ
দুঃখ আমার সখ
দুঃখ আমায় ভাঙ্গিয়েছে যে আজ
মনের যত লাজ
দুঃখ আমায় দিয়েছে আলো
পড়িয়েছে গলায় অঞ্জলী
দুঃখ আমার দেখিয়েছে পথ
দিয়েছে জীবনে নতুন বাণী
আমি দুঃখ বিলাসী
তাই দুঃখকে বড় ভালবাসি।।
দুঃখ আমার বাগানের ফুল
দুঃখ আমার মনের কথা
দুঃখ ছাড়া জীবনটা যে আমার
হতোই শুধু বৃথা
দুঃখ আমার কবিতা ছন্দ
দুঃখে আমি বন্দী
দুঃখ যে আমায় করেছে তাই
হাজার রাতের সাঙ্গী
আমি দুঃখ বিলাসী
তাই দুঃখকে বড় ভালবাসি।।
দুঃখ আমার হাড়ের জোড়া
দুঃখ আমার শ্বাস-প্রশ্বাস
দুঃখ আমার রক্ত কনিকা
দুঃখ আমার তেজ
দুঃখ আমার মনের কথা
দুঃখ আমার প্রেম-প্রিয়াসি
দুঃখ আমার জীবনটাকে করেছে আজ
পদ্মা পাড়ের বাসী ।
আমি দুঃখ বিলাসী
তাই দুঃখকে বড় ভালবাসি।।
দুঃখ আমার মনের বাহার
দুঃখ আমার মনের গর্ব
দুঃখ আমার দূর করেছে আজ
হৃদয়ের যত হর্ষ
দুঃখ আমার চোখের ভাষা
দু;খ আমার কাদিকাদি
দুঃখ আমার কেড়ে নিয়েছে আজ
চাঁদের মত হাঁসি
আমি দুঃখ বিলাসী
তাই দুঃখকে বড় ভালবাসি।।
দুঃখ আমার মনের আকাশ
দুঃখ আমার মনের রঙ
দুঃখ আমায় দিয়েছে যে আজ
কবিতায় যত ঢং
দুঃখ আমার চোখের ধারা
দুঃখ আমার চাওয়ার ভঙ্গি
দুঃখ আমার চিন্তাধারা
দুঃখ আমার সঙ্গী
আমি দুঃখ বিলাসী
তাই দুঃখকে বড় ভালবাসি।।
দুঃখ আমার দক্ষিনা বাতাস
দুঃখ বৃষ্টির জল
দুঃখ আমায় শিখিয়েছে যে আজ
শক্ত হাতে কিভাবে ধরতে হয় হাল
দুঃখ আমার অমাবস্যার রাত
দুঃখ আমার একপশলা শিলা বৃষ্টি
দুঃখ আমায় দিয়েছে যে আজ
তিন পাহাড়ের দৃষ্টি
আমি দুঃখ বিলাসী
তাই দুঃখকে বড় ভালবাসি।।
দুঃখ আমার চোখের জল
দুঃখ আমায় করেছে ছন্নছাড়া
দুঃখ আমার কর্মের ফল
দুঃখ আমার হৃদয়ের ঝর্ণা ধারা
দুঃখ আমার লুকানো কান্না
দুঃখ আমার পথের যাত্রি
দুঃখ আমার মনের ভাবনা
দুঃখ আমার ফুলের পাপড়ি
আমি দুঃখ বিলাসী
তাই দুঃখকে বড় ভালবাসি।।
দুঃখ আমার মুক্তির গান
দুঃখ আমার নতুন বারতা
দুঃখ আমায় দিয়েছে যে আজ
মনে নতুন চেতনা
দুঃখ আমার মনের ঢেউ জাগরুক
দুঃখ আমার কণ্ঠের ধ্বনি
দুঃখ আমায় শিখিয়েছে যে আজ
না হতে নতজানি
আমি দুঃখ বিলাসী
তাই দুঃখকে বড় ভালবাসি।।