Skip to content

বাংলা কবিতা

Bangla kobita, Bengali Poetry, বাংলা কবিতা, kobita, কবিতা, Bengali poems.

Menu
  • Home
  • বিখ্যাত বাঙ্গালী কবি
  • কবিতার বিষয়
  • বাঙালি তরুণ কবি
  • অনুবাদ কবিতা
  • আবৃত্তি
  • PDF Download
  • বাংলা পত্রিকা
  • ৫০+ ছড়া, ছোটদের ছড়া কবিতা, চিরায়িত বাংলা ছড়া
  • Bangla Romantic Love SMS
Menu

ধিক্কার __ রেদোয়ান মাসুদ

Posted on November 29, 2017 by বাংলা কবিতা

যে জাতি একবার জ্বলে বার বার নিভে না
সে জাতি কেমন করে সহে সন্তান হারা,
সাদা শাড়ি পড়া ধর্ষিতা মায়ের বেদনা?
এ জাতি কি ভুলে গেছে স্বাধীনতার কথা
এ জাতি কি ভুলে গেছে ত্রিশ লক্ষ শহীদের
রক্তের বিনিময়ে অর্জিত বীরত্ব গাঁথা?
জাতির কাছে প্রশ্ন যে মায়ের চিৎকারে সেদিন
ভারি হয়ে উঠেছিল বাংলার আকাশ বাতাস
কেঁপে উঠেছিল সমস্ত পাখীদের আবাস
কি করে আজ সেই মায়ের ধর্ষিতারা
মাথা উচু করে চুষে খাচ্ছে দেশের যত রস?
ইতিহাসের সাক্ষী বাংলার আকাশ বাতাস
ইতিহাসের সাক্ষী বাংলার উর্বর পলি মাটি
যে মাটিতে মিশে আছে আজ বাংলার
ত্রিশ লক্ষ শহীদের রক্তের দাগ,হাড়,মাংস
এর চেয়ে আর কি প্রমাণ দিব বিবেকের কাছে?
টাকা আর ক্ষমতার কাছে মলিন হয়ে গেছে
এ দেশের ত্রিশ লক্ষ শহীদের রক্তের দাগ।
রাজাকার আর আলবদরদের গাড়িতে ভাসে
ত্রিশ লক্ষ শহীদের রক্ত আর দু লক্ষ মা বোনের
সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পতাকা
আমি আর লজ্জায় মাথা তুলতে পারছিনা
এ মুখ কি করে দেখাব সেই মা বোনদের কাছে?
যে স্বাধীনতার জন্য একদিন আমার দেশের
ধর্ষিতা মায়েরা আবার মাথা তুলে দাড়িয়েছিল
পৃথিবীর মাঝে জেগে উঠা রক্তের দাগ মিশানো
একটি লাল সবুজ পতাকার মাঝে
সেই পতাকা আজ কি করে গেল
সেই লজ্জাহীন কুলাঙ্গার মানুষের হাতে?
ওদের জানিয়ে দাও এদেশ ওদের জন্য নয়
যাদের নেই কোন বংশ পরিচয়
ওরা কোথায় জন্মেছে?যে মায়ের গর্ভে জন্মে
আবার কেড়ে নিয়েছে সেই মায়ের সম্ভ্রম
ওরা মানুষ নয়, ওদের নেই কোন পরিচয়
ওরা পশু ওরা মানুষের রক্ত পিপাশু।
এ দেশের মাটিতে জন্মে আবার
এ দেশের মাটির সাথে বেঈমানি
কি করে এ দেশের মাটি আবার ওদের গ্রহন করবে
এ দেশের মাটি ওদের প্রিয় নয়
মায়ের চেয়ে প্রিয় যে দেশ ওদের
সে দেশে পাঠিয়ে দাও ওরা সেখানে মরলে
গর্বিত হবে ওদের আত্মা
ওদের সেই দেশে পাঠিয়ে দাও
ওরা বাংলার শত্রু ওরা ধর্মের শত্রু
ওরা ধর্ম কে দাড় করিয়েছে অস্ত্র হিসেবে।
সে দিন বাংলার মায়ের সন্তানের লাশের গন্ধে
ভারি হয়ে উঠেছিল এ দেশের আকাশ বাতাস
শুকুন আর কুকুরের মুখে ছিল আমার ভাইয়ের
পচে যাওয়া দুর্গন্ধ লাশ
নগ্ন শরীরে মাটিতে মিশেছিল আমার বোনের সম্ভ্রম
কোথায় ছিল সেদিন এই ধর্মের কথা?
ধর্ম কি কখনও বলেছে আমার মা বোনের
সম্রম মাটিতে লুটিতে দিতে?
ওদের লজ্জা নেই ওরা মানুষ নয়
ওরা মানুষ নামে পশুর নামান্তর।
ওদের যদি মানুষ বলা হয় তাহলে আমি মানুষ নই
মানুষ কখনও মানুষের শরীরের মাংস কে
কুকুর আর শুনুনের খাদ্য বানাতে পারে না।
ওরা পেরেছিল, ওরা এখনও পারে
কারন ওরা মানুষ নয়, ওরা জানোয়ার।
আমি আর পারছি না, আমার বিবেক প্রশ্ন করে
আমার পুরো শরীর কথা বলে
আমি আজ সেই স্বামী হারা, সন্তান হারা
বিধবা মা বোনদের কাছে কি জবাব দেব?
নর পশুদের বীর্যে সেদিন জন্ম হয়েছিল জারজ সন্তান
ওদের কাছে আমি আজ কি উত্তর দিব
ওরা যদি জানতে চায় ওদের বাবা মায়ের পরিচয়?
ওরা যদি জানতে চায় ওদের জন্ম কোথায়।
আজ ওরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশ্বের
কিছু উদার মানুষের মাঝে , যারা সেদিন
গ্রহন করেছিল ধর্ষিতা মা বোনের গর্ভে
জন্ম হওয়া সন্তানের পরিচয়।
এ দেশের মানুষ কে বলি,
এ দেশের কিছু শিক্ষিত বিবেক কে বলি
কি করে সেই দানবেরা আবার আঁকড়ে আছে
আমার সেই ত্রিশ লক্ষ শহীদের রক্তে ঝারা
পবিত্র মাটির সাথে ?
আমি চিৎকার করে বলতে পারি ওরা কোন দিন
এ দেশকে দাবিয়ে রাখতে পারবেনা
ওরা পরাজিত ওরা,ওরা আমার বোনের শত্রু
ওরা আমার জন্মধাত্রী মায়ের শত্রু, ওরা দেশের শত্রু।

  • গল্প (প্রেম ভালোবাসার ছোট গল্প)
  • পিডিএফ বই ডাউনলোড
  • অনুবাদ কবিতা
  • আবৃত্তি
  • অতুলপ্রসাদ সেন
  • অন্নদাশঙ্কর রায়
  • অমিয় চক্রবর্তী
  • অরুণ মিত্র
  • আ. ন. ম. বজলুর রশীদ
  • আনিসুল হক
  • আবদুল গাফফার চৌধুরী
  • আবদুল হাকিম
  • আবু জাফর ওবায়দুল্লাহ
  • আবুল হাসান
  • আবুল হোসেন
  • আরণ্যক বসু
  • আল মাহমুদ
  • আলাউদ্দিন আল আজাদ
  • আলাওল
  • আসাদ চৌধুরী
  • আহসান হাবীব
  • ইসমাইল হোসেন সিরাজী
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • কাজী কাদের নেওয়াজ
  • কাজী নজরুল ইসলাম
  • কামিনী রায়
  • কায়কোবাদ
  • কালীপ্রসন্ন ঘোষ
  • কুসুম কুমারী দাশ
  • খান মুহম্মদ মঈনুদ্দিন
  • গগন হরকরা
  • গোবিন্দচন্দ্র দাস
  • অনুপ্রেরণামূলক কবিতা
  • ইসলামিক কবিতা
  • উপদেশমূলক কবিতা
  • একুশের কবিতা
  • কষ্টের কবিতা
  • ছোটদের ছড়া কবিতা
  • জন্মদিনের কবিতা
  • দুঃখের কবিতা
  • দেশের কবিতা
  • নারীকে নিয়ে কবিতা
  • নীতি কবিতা
  • পহেলা ফাল্গুনের কবিতা
  • প্রকৃতির কবিতা
  • প্রেমের কবিতা
  • বসন্তের কবিতা
  • বিদ্রোহী কবিতা
  • বিরহের কবিতা
  • বৃষ্টির কবিতা
  • গোলাম মোস্তফা
  • চণ্ডীদাস
  • চন্দ্রাবতী
  • জয় গোস্বামী
  • জসীম উদ্‌দীন
  • জীবনানন্দ দাশ
  • তসলিমা নাসরিন
  • তারাপদ রায়
  • দেবব্রত সিংহ
  • নবকৃষ্ণ ভট্টাচার্য
  • নবারুণ ভট্টাচার্য
  • নির্মলেন্দু গুণ
  • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
  • পূর্ণেন্দু পত্রী
  • প্রেমেন্দ্র মিত্র
  • ফররুখ আহমদ
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • বন্দে আলী মিঞা
  • বিনয় মজুমদার
  • বিষ্ণু দে
  • বুদ্ধদেব বসু
  • ছোট গল্প
  • নাজিম হিকমত
  • পাবলো নেরুদা
  • বৈশাখের কবিতা
  • ভালোবাসার কবিতা
  • মাকে নিয়ে কবিতা
  • মুক্তিযুদ্ধের কবিতা
  • মে দিবসের কবিতা
  • যুদ্ধের কবিতা
  • রম্য কবিতা
  • রাজনৈতিক কবিতা
  • রূপক কবিতা
  • রোমান্টিক কবিতা
  • শীতের কবিতা
  • শুভ নববর্ষের কবিতা
  • ভবানীপ্রসাদ মজুমদার
  • ভাস্কর চক্রবর্তী
  • মদনমোহন তর্কালঙ্কার
  • মল্লিকা সেনগুপ্ত
  • মহাদেব সাহা
  • মাইকেল মধুসূদন দত্ত
  • মাহবুবুল আলম চৌধুরী
  • মুকুন্দরাম চক্রবর্তী , কবিকঙ্কণ
  • মুহম্মদ জাফর ইকবাল
  • যতীন্দ্রমোহন বাগচী
  • যোগীন্দ্রনাথ সরকার
  • রজনীকান্ত সেন
  • রফিক আজাদ
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • রাজিয়া খাতুন চৌধুরাণী
  • রামনিধি গুপ্ত (নিধু বাবু)
  • রুদ্র গোস্বামী
  • রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
  • রোকনুজ্জামান খান
  • লালন ফকির
  • শক্তি চট্টোপাধ্যায়
  • শঙ্খ ঘোষ
  • শহীদ কাদরী
  • শামসুর রাহমান
  • শাহ মুহম্মদ সগীর
  • শিবরাম চক্রবর্তী
  • শুভ দাশগুপ্ত
  • শেখ ফজলল করীম
  • শ্রীজাত
  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • সলিল চৌধুরী
  • ভালোবাসার গল্প
  • মোশতাক আহমেদ
  • রেদোয়ান মাসুদ
  • শেখ সাদী
  • সিকান্দার আবু জাফর
  • সুকান্ত ভট্টাচার্য
  • সুকুমার বড়ুয়া
  • সুকুমার রায়
  • সুনির্মল বসু
  • সুনীল গঙ্গোপাধ্যায়
  • সুফিয়া কামাল
  • সুবোধ সরকার
  • সুভাষ মুখোপাধ্যায়
  • সৈয়দ শামসুল হক
  • হাসন রাজা
  • হুমায়ুন আজাদ
  • হুমায়ুন কবির
  • হুমায়ূন আহমেদ
  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • হেলাল হাফিজ
  • স্বাধীনতার কবিতা
©2025 বাংলা কবিতা | Design: Newspaperly WordPress Theme