দেখা যদি না হয় কোনদিন, হোক তাতে কি?
ভুল যদি হয়ে থাকে , তবুও তো ভালোবেসেছি …
ভালোবেসে মরুভূমিতে ফুল ফুটিয়েছি।
ফুল তো ফুটে ঝরে যাওয়ার জন্যেই, ঝরুক না একটু।
বুকের মাঝে না হয় একটু স্মৃতি থেকে যাক
চোখের জলে না হয় একটি ঝর্ণা হয়ে থাক,
যে স্মৃতি নিয়ে বেঁচে থাকতে পারি তোমার হৃদয়ে।
হয়তো একদিন সকল স্মৃতি বিলীন হয়ে যাবে
মহাপ্রলয়ের হার না মানা আঘাতে।
আর সেদিন আমি অপেক্ষায় থাকবো
তোমার জন্য, এপার থেকে ওপারে।
Check Also
মনে থাকবে? – আরণ্যক বসু
পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়বো মনে থাকবে? বুকের মধ্যে মস্তো ...