Breaking News
Home / বাঙালি তরুণ কবি / রেদোয়ান মাসুদ / মন ভাল নাই _ রেদোয়ান মাসুদ

মন ভাল নাই _ রেদোয়ান মাসুদ

আকাশে মেঘ জমেছে
নদীতে উঠেছে ঢেউ
চোখেতে জল এসেছে
মন ভাল নেই।

বাতাসে পাতা দুলছে
ফুলেতে বসেনি মৌ
হৃদয়ে ঝড় উঠেছে
মন ভাল নেই।

গাছেতে পাখি বসেছে
গান করেনি কেউ
এ দেহে বিষে ভরেছে
মন ভাল নেই।

দিন শেষে রাত এসেছে
ঘুমের জন্য শুয়ে রই
ঘুমহীন রাত কেটেছে
মন ভাল নেই।

এ হৃদয় তোকে ভালোবেসে
দুঃখ ছাড়া কিছুই বাকি নেই
মরছি আমি তোর বিরহে
মন ভাল নেই।

Check Also

গ্রাম – রেদোয়ান মাসুদ

মন টেকে না ইট পাথরের এই শহরে আর পাইনা শান্তি খুলে রেখেও অট্টালিকার দ্বার সবুজ ...

DMCA.com Protection Status