Breaking News
Home / বাঙালি তরুণ কবি / রেদোয়ান মাসুদ / মাগো বল কি করে যাই তোর কথা ভুলে _ রেদোয়ান মাসুদ

মাগো বল কি করে যাই তোর কথা ভুলে _ রেদোয়ান মাসুদ

বার বার মন চায় ফিরে যাই মা’গো তোর কোলে,
এত সুন্দর শস্য ভরা ক্ষেতের কথা কিভাবে যাই ভুলে,
মাগো কথা দিচ্ছি যখনই পড়বে তোর কথা মনে
বারবার ফিরে যাবো আমি আমার সবুজ ঘেরা গ্রামে।
নদীর কলকল ধ্বনি যখন কানে ভেসে আসে
মন চায় না আমার, সেই নদীর কুলকে আসি ফেলে
নদীর ধারে বাশ বাগানে কত পাখিরা বাস করে
ভোরবেলা কিচির মিচির শব্দে ঘুম থেকে যাই জেগে।
মাগো বল কি করে যাই তোর কথা ভুলে।
যেদিকে তাকাই দেখি শুধু সবুজেরা আছে মিলে মিশে
যেন হাজার বছরের মায়ার বাঁধনে রেখেছে আঁকড়িয়ে
মাচার ফাঁকে কুমড়ো আর লাউ আছে ঝুলে
গাছে গাছে চেয়ে আছে তাজা ফল যেন হাসি মুখে।
মাগো বল কি করে যাই তোর কথা ভুলে।
ভেন্না গাছের ডাল থেকে আটিগুলো পড়ছে ফেটে
কত ভালো লাগে ডুমুরের ফল দিয়ে মার্বেল খলেতে,
দুপুর বেলা খালের ধারে ঝাকি জালে কত মাছ উঠে
টেংরা, পুটির আর টাকি মাছ খেতে কি যে ভালো লাগে।
মাগো বল কি করে যাই তোর কথা ভুলে।
জোপ ঝাড়ে লতা পাতার ডালে ভরেছে কত ফুলে
সন্ধ্যা বেলা হাস্না হেনার গন্ধে হৃদয়টি থাকে পুলকিয়ে
বিলের ধারে বক আর সারস পাখিরা আছে মাছের খোঁজে
বড় বড় ঠোঁটে তারা কত কৌশলে মাছ শিকার করে।
মাগো বল কি করে যাই তোর কথা ভুলে।
শীতকালে খেজুর গাছে ঝুলছে হাড়ি রসে রসে
ভোরবেলা এক চুমুকেই যেন মনটি যায় ভরে
খেজুরের রস আর চাল দিয়ে তৈরী পিঠার আয়োজনে
বাড়িতে ভরে আছে পাড়া-প্রতিবেশী আর আত্মীয় সজনে।
মাগো বল কি করে যাই তোর কথা ভুলে।
আজ আমি করি বাস ইট পাথরে ঘেরা সাজানো ঘরে
শত সুবিধার মাঝে পাইনা কোন শান্তি খুজে এই মনে
যত দুঃখ বেদনার কথা থাকনা জমে এই বুকের মাঝে
যদি তোর কথা স্মরণ করি, সবকিছু যায় ঝরে।
মাগো বল কি করে যাই তোর কথা ভুলে।

Check Also

গ্রাম – রেদোয়ান মাসুদ

মন টেকে না ইট পাথরের এই শহরে আর পাইনা শান্তি খুলে রেখেও অট্টালিকার দ্বার সবুজ ...

DMCA.com Protection Status