কেন কাছে আসলে তুমি, কেন আবার চলে গেলে দূরে?
কেন শুধু মিছে মায়ায় জড়ালে আমায়,কেন গেলে ফেলে?
মিছামিছি খেলায় আমি পারিনি তোমার মত এত খেলতে
চাইনি কখনও জিততে তোমার সাথে, চেয়েছি শুধু হারতে।
খেলেছো দুনিয়ার যত আজব খেলা আমার মনের সাথে
ঝরিয়েছ সব রক্তের বন্যা হৃদয়ে আমার অঝোর ধারাতে।
পারিনি কখনও তোমাকে দেখাতে তা,পারিনি কাউকে বুঝাতে
পারিনা ঢাকতে যতনা, পারিনা চোখের জল ধরে রাখতে।
এমন ভালোবাসার বাঁধনে চাইনি আমি নিজেকে জড়াতে
চাইনি কাউকে কাছে ডেকে এনে আবার ফিরিয়ে দিতে।
চেয়েছি জীবনের অধ্যায়গুলো তোমাকে নিয়ে রচনা করতে
চেয়েছি ঘুরতে তোমার শরীরের প্রতিটি রক্তের পিন্ডিতে।
দিয়েছিলাম স্থান তোমায়,আমার বুকের মাঝে শুন্য বিন্দুতে
রেখেছিলাম ভালোবাসায় তোমায় মুখের হাসিতে হাসিতে।
দেখেছিলাম স্বপ্ন তোমাকে নিয়ে, বুকের মাঝে আগলে রাখতে
চেয়েছিলাম রজনীর পর রজনী তোমাকে নিয়ে ঘুমাতে।
পারিনি ধরে রাখতে তোমায়, পারিনি তোমার স্মৃতি ভুলতে
পারিনা রাতের বেলা ঘুমাতে আমি, পারি শুধু চেয়ে থাকতে।
বেলা বুঝি পড়ে এসেছে শরীর আর পারছেনা ধরে রাখতে
মনে পড়ে যদি কখনও আমায় একবার না হয় এসো দেখতে।
জীবনের শেষ বেলায় তোমাকে শুধু একটি কথা চাই বলতে
এখনও ভালোবাসি তোমায় আমার হৃদয়ের প্রতিটি কোনেতে।
হেরে গেছি আমি প্রকৃতির খেলায়, জিতে গেছ তুমি অনেক
হারেনি ভালোবাসা আমার, হেরেছে শুধু তোমার ঐ বিবেক।