যে জন আসে নির্জনে
নিরবে কাছে টানে,
নিরবে ভালোবেসে আবার
নিরবেই যায় চলে।
সে জনের কথা
কে বা ভুলতে পারে?
কে বা থাকতে পারে
কাছে থকে দূরে
দূর থেকে সমুদ্দুরে?
পারিনি তোমার থেকে
দূরে সরে যেতে।
আজো আছি আমি
নির্জনে নিভৃতে
তোমার হৃদয়ের অতল তলে
ভালোবেসে কাছে টেনে
সমুদ্দুর থেকে আমার
অশ্রুভেজা চোখের জলে।