Breaking News
Home / বাঙালি তরুণ কবি / রেদোয়ান মাসুদ / শুধু আসেনা ফিরে __ রেদোয়ান মাসুদ

শুধু আসেনা ফিরে __ রেদোয়ান মাসুদ

কত রাত জেগেছি আমি
হেটেছি কতটা পথ,
কত চোখের জল ফেলেছি আমি
দিয়েছি ঝড়িয়ে সব।
জীবনে যত স্বপ্ন ছিল
ছিল যত সাধ,
সব কিছু বিলিয়ে দিয়েছি তোমার জন্য
পথে বসেছি আমি আজ।
হেটে চলছি,চলব
যতদিন থাকে পায়ে রদ।
যত আঘাত দিতে পার
দিতে থাক সব,
শত আঘাত মাথা পেতে নিব
যদি পাই তোমার মত।
জীবনের শেষ বেলা পর্যন্ত
ভুলবোনা তোমার দেখানো পথ,
বুকের ভিতর জমানো কষ্টে ধরে রাখবো
তোমার ফেলা যাওয়া স্মৃতিগুলো সব।
আশায় আশায় দিন কেটে যায়
কেটে যায় দুঃস্বপ্নের রাত,
থেকে যায় হৃদয়ের মাঝে দুঃখগুলো
শুধু আসেনা ফিরে সেই
হাসিমাখা দিনগুলো আজ।

Check Also

গ্রাম – রেদোয়ান মাসুদ

মন টেকে না ইট পাথরের এই শহরে আর পাইনা শান্তি খুলে রেখেও অট্টালিকার দ্বার সবুজ ...

DMCA.com Protection Status