হাজার বছর সঙ্গে থাকলেও যায় না সঙ্গী হওয়া
লক্ষ তারা থাকলেও আকাশে মেঘের সময় যায়না খুঁজে পাওয়া।
এমনই এক মানুষ আমি, মেঘের আড়ালেই করি বসবাস
জীবনের যত চাওয়া পাওয়া সবকিছু হয়ে থাকে বনবাস।
চোখে থাকে পদ্মার জোয়ার, মুখেতে কালো মেঘ
বুকের ভিতর জ্বলে আগুন, পুড়ে হয়েছে সব শেষ।
জীবনের যত আঁকাবাঁকা পথগুলো আজ ধরেছে আঁকড়িয়ে
পাহাড়ের মত উচু সব, মরছি যেন কাতরিয়ে।
যেখানেই যাই সেখানেই বন্ধ হয়ে থাকে শ্বাসপ্রশ্বাস
এত বড় পৃথিবীর মাঝে কোথাও পেলাম না একটু শীতল বাতাস।
যেখানে ছিল একটু ছায়া, সেখানে করে অন্য কেউ বসবাস
এখন আমি আগুনের জলে ভাসি বারোমাস।
জন্মেছিলাম একা আমি এই পৃথিবীর মাঝে
মাঝখানে যত স্বপ্ন দেখেছিলাম সব কিছু আজ জলে।
একাই ছিলাম একাই আছি এই নিরালয়ে
একাই আবার চলে যাবো এই পৃথিবীর সকল মায়া ছেড়ে।
ভালোবাসা মিছে ছলনা, যায়না কিছু খুঁজে পাওয়া
বুকের ভিতর জ্বলন্ত আগুন, আর চোখে ভিতর পদ্মা মেঘনা ছাড়া।
হাজার বছর সঙ্গে থাকলেও যায় না সঙ্গী হওয়া
লক্ষ তারা আকাশে থাকলেও মেঘের সময় যায়না খুঁজে পাওয়া