তুমি সুখী হও,এই নয় যে
অন্যকে কষ্ট দিয়ে সুখী হও।
সুখ অর্জন করে নাও
সৎ কর্মে হাজির হও।
তোমার সুখের জন্য যেন
কারো জীবন দুর্বিষহ না হয়।
সুখ আছে অহরহ
দুঃখ আছে পাহাড় সম।
তোমার সুখ তুমি নাও
অন্যকেও সামিল হতে দাও।
কারো দুঃখ দেখলে কাছে যাও
সান্ত্বনাস্বরূপ কিছু দাও।
না পার যদি কিছু দিতে
যেওনাকো তবুও দুঃখ দিতে।
দুঃখের জ্বালা বড় জ্বালা
বুঝবে তুমিও সেদিন,
তোমার গলায় দুঃখের মালা
ঝুলবে তবে যেদিন।